এখন বাধা শুধু পাকিস্তান

প্রকাশ | ২৫ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০

ক্রীড়া প্রতিবেদক
শ্বাসরুদ্ধকর ম্যাচে ব্যবধান গড়ল মুস্তাফিজের দুদার্ন্ত বোলিং, খাদের কিনারে থাকা বাংলাদেশ পেল মহাগুরুত্বপূণর্ এক জয়। খুব কাছাকাছি গিয়েও দুবার শিরোপা ছুতে না পারার হতাশা দূর করার যে মিশনে মাশরাফি বিন মতুর্জার দল, সেই মিশনটাকে এখনো সচল রেখেছে আফগানিস্তানের বিপক্ষে পাওয়া ওই জয়। হারলেও মিশনটা একেবারে শেষ হয়ে যেত না, কাগজে-কলমে হলেও ক্ষীণ একটা আশা বেঁচে থাকত। মিলতে হতো, মেলাতে হতো অনেক সমীকরণ। তবে শেষ ওভারের নাটকীয়তায় আফগানদের হারানোর পর এখন আর অত হিসেব নিকেশের কিছু নেই, টাইগারদের সামনে সহজ-সরল সমীরকরণÑ ২৮ সেপ্টেম্বরের ফাইনালে ভারতের প্রতিপক্ষ হতে জিততে হবে সুপার ফোরের শেষ ম্যাচটি, যে ম্যাচে প্রতিপক্ষ পাকিস্তান। রোববার আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের ৩ রানের জয় দূরে ঠেলে দিয়েছে সমীকরণের জটিলতা। আফগানিস্তানকে আসর থেকে বিদায় করে দিয়েছে, এখনও অপরাজেয় ভারতকে তুলে দিয়েছে ফাইনালে। ফলে দুই দলের মধ্যকার আজকের ম্যাচটি বনে গেছে নিয়মরক্ষার। আনুষ্ঠানিকতা সাড়তেই মাঠে নামবে আফগানিস্তান-ভারত। অপরদিকে আগামীকাল বাংলাদেশ আর পাকিস্তানের মধ্যকার ম্যাচটি রূপ নিয়েছে অলিখিত সেমিফাইনালে, আবুধাবিতে অনুষ্ঠেয় ওই ম্যাচে যারা জিতবে তারা পাবে ফাইনালের টিকিট। আসরে নতুন জীবন পাওয়া মাশরাফি ব্রিগেড এখন ওই জয়টাকেই পাখির চোখ করেছে।