পুরো দলকেই পেলেন জেমি ডে

সামনে বঙ্গবন্ধু গোল্ড কাপ। টুনাের্মন্টকে সামনে রেখে ইতোমধ্যে ৩০ জনকে দলে ডেকেছেন কোচ জেমি ডে। ২১ তারিখ থেকে শুরু হয়েছে ক্যাম্প। তবে এতদিন পুরো দলকে একসঙ্গে অনুশীলনে পাননি বাংলাদেশের এই ব্রিটিশ কোচ। অবশেষে মঙ্গলবার প্রায় পুরো দলকেই পেলেন। পারিবারিক কারণে শুধু নাসিরুদ্দিন চৌধুরী দলের সঙ্গে যোগ দিতে পারেননি

প্রকাশ | ২৬ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০

ক্রীড়া প্রতিবেদক
ঘরের মাঠে অনুষ্ঠিত সাফ চ্যাম্পিয়নশিপে দারুণ খেলেও গ্রæপপবর্ থেকে বিদায়। তবে ওই আসরে জাতীয় ফুটবল দলের পারফরম্যান্স নতুন স্বপ্ন দেখাতে শুরু করেছে। সামনে বঙ্গবন্ধু গোল্ড কাপ। টুনাের্মন্টকে সামনে রেখে ইতোমধ্যে ৩০ জনকে দলে ডেকেছেন কোচ জেমি ডে। ২১ তারিখ থেকে শুরু হয়েছে ক্যাম্প। তবে এতদিন পুরো দলকে একসঙ্গে অনুশীলনে পাননি বাংলাদেশের এই ব্রিটিশ কোচ। অবশেষে মঙ্গলবার প্রায় পুরো দলকেই পেলেন। পারিবারিক কারণে শুধু নাসিরুদ্দিন চৌধুরী দলের সঙ্গে যোগ দিতে পারেননি। পহেলা অক্টোবর থেকে শুরু হচ্ছে আন্তজাির্তক টুনাের্মন্ট বঙ্গবন্ধু গোল্ডকাপ। ৬ জাতির এই টুনাের্মন্টে বাংলাদেশ গ্রæপ প্রতিপক্ষ হিসেবে পেয়েছে লাউস এবং ফিলিপাইনের মতো শক্তিধর দলকে। তারা ফিফা র‌্যাংকিংয়ে স্বাগতিকদের থেকে অনেকটাই এগিয়ে। র‌্যাংকিংয়ে বাংলাদেশের বতর্মান অবস্থান ১৯৩, লাউস আছে ১৭৯তম অবস্থানে। ফিলিপাইন তো আরও এগিয়ে, ১১৪তম। তাই সাফের মতো বঙ্গবন্ধু গোল্ডকাপেও গ্রæপপবর্ উৎরে সেমিফাইনালে পেঁৗছানোটা বড় চ্যালেঞ্জ হয়ে দঁাড়িয়েছে বাংলাদেশের জন্য। সেই চ্যালেঞ্জ জয়ের পথ কি? কোচ জেমি ডে বললেন, নিজেদের সেরাটা উজাড় করে দিয়ে খেলতে হবে, ‘হ্যা, এটা ঠিক তারা আমাদের থেকে র‌্যাংকিংয়ে এগিয়ে। এটা ছেলেদের জন্য একটা কঠিন পরীক্ষাই হবে। সেমিফাইনালে খেলতে নিজেদের সেরাটা দিতে হবে। তবে আমরা নিজেদের অবস্থান যাচাইয়ের একটা সুযোগ পাচ্ছি। সেমিফাইনালে উঠতে পারলে আমরা বড় কিছুর আশা করতে পারব।’ বাংলাদেশের মেয়ে ফুটবলারদের মধ্যে যে গোলক্ষুধা দেখা যায় ছেলেদের মধ্যে সেটা অনেক কম। সাফে ভালো গোল স্কোরার থাকলেই ফলাফলটা অন্যরকম হতে পারত। অনুশীলনে জেমি ডে তাই স্ট্রাইকারদের গোল স্কোরিং দক্ষতা বাড়াতে কাজ করে যাচ্ছেন। প্রতিদিনের মতো মঙ্গলবারও সকাল সাড়ে ৯টায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুশীলনে কঠোর ঘাম ঝরিয়েছে জেমির শিষ্যরা। ২৮ অক্টোবর সিলেটে চলে যাবে দলটি। তবে এর আগে কোনো অনুশীলন ম্যাচ হবে কিনা, বিষয়টি এখনো অনিশ্চিত। ৬ জাতীর এই আন্তজাির্তক টুনাের্মন্ট এবার হতে যাচ্ছে দেশের তিনটি ভেন্যুতে। সিলেট জেলা স্টেডিয়ামে হবে গ্রæপপবের্র ম্যাচগুলো। এরপর দুটি সেমিফাইনাল হবে কক্সবাজারে। ১২ অক্টোবর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ফাইনাল ম্যাচ দিয়ে নামবে বঙ্গবন্ধু গোল্ডকাপের পঞ্চম আসরের পদার্। আগামী ১ অক্টোবর সন্ধ্যা ৬.৩০ মিনিটে লাওসের বিপক্ষের ম্যাচ দিয়ে শুরু হবে জেমি ডের বঙ্গবন্ধু গোল্ডকাপের মিশন। এরপর ৫ অক্টোবর ফিলিপাইনের মুখোমুখি হবে স্বাগতিকরা। বাংলাদেশ আছে ‘বি’ গ্রæপে। ‘এ’ গ্রæপের তিন দল হলোÑ নেপাল, ফিলিস্তিন আর তাজিকিস্তান। গ্রæপ পবের্ ২ অক্টোবর নেপালের মুখোমুখি হবে তাজিকিস্তান। ৩ অক্টোবর লড়বে লাওস-ফিলিপাইন, ৪ অক্টোবর তাজিকিস্তান-ফিলিস্তিন, ৬ অক্টোবর ফিলিস্তিন-নেপাল।