রোনালদোর বাক্সে মেসির ভোট!

প্রকাশ | ২৬ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০

ক্রীড়া ডেস্ক
ফুটবলের ব্যক্তিগত পুরস্কার ঘোষণার পর ভক্তকুলের আগ্রহ জাগে ভোটাভুটি নিয়ে। তারা জানতে চান খেলোয়াড় এবং কোচদের ভোট গেল কার বাক্সে। চলুন দেখে আসা যাক, ফিফা দ্য বেস্ট অ্যাওয়াডের্র জন্য জাতীয় দলের অধিনায়ক এবং কোচরা কাদের বেছে নিয়েছিলেন। সোমবার ক্রিশ্চিয়ানো রোনালদো আর মোহাম্মদ সালাহকে পেছনে ফেলে প্রথমবার ফিফার বষের্সরা ফুটবলারের খেতাব জিতেছেন লুকা মদ্রিচ। ক্রোয়েশিয়ার এই ডিফেন্ডার যে মোটামুটি সবারই পছন্দের তালিকায় ছিলেন তা খেলোয়াড় আর কোচদের দেয়া ভোটেই পরিলক্ষিত হয়। গত ১০ বছরের মধ্যে প্রথমবার বষের্সরার অ্যাওয়াডের্র সেরা তিন থেকে ছিটকে যাওয়া লিওনেল মেসি তার প্রথম ভোটটা দিয়েছেন মদ্রিচকে। তার দ্বিতীয় ভোট ফ্রান্সের বিশ্বকাপজয়ী তারকা কিলিয়ান এমবাপে আর তৃতীয় ভোটটা পেয়েছেন নিকট প্রতিদ্ব›দ্বী রোনালদো! এর আগে প্রত্যেকবার আজের্ন্টাইন তারকার ভোট হয় তার ক্লাব বাসেের্লানা, না হয় জাতীয় দলের কোনো সতীথের্র বাক্সে পড়েছে। ব্যতিক্রমী ঘটনার জন্ম দিয়ে বেশ আলোড়ন সৃষ্টি করেছেন মেসি। মদ্রিচের কাছে উয়েফার বষের্সরা খেতাব হারানোর পর কথা ওঠে রোনালদো নাখোশ হয়েছেন। সাবেক সতীথর্ মদ্রিচের সঙ্গেও নাকি তার দূরত্ব তৈরি হয় এই ইস্যুতে। তবে দ্য বেস্টের ভোটাভুটিতে রোনালদোর দ্বিতীয় পছন্দ ছিলেন মদ্রিচ। প্রথমে ফ্রান্সের রাফায়েল ভারানে আর তিন নম্বরে গ্রিজম্যান। অপরদিকে, মদ্রিচের দ্বিতীয় ভোট পেয়েছেন রোনালদো। ক্রোয়াট তারকা প্রথমে রেখেছেন ক্লাব সতীথর্ ভারানে আর তিন নম্বরে গ্রিজম্যানকে। মজার বিষয় হল, উরুগুয়ের অধিনায়ক ডিয়েগো গোডিন তিনটি ভোটই দিয়েছেন তার বন্ধু গ্রিজম্যানকে। কোচদের মধ্যে ফ্রান্সের বিশ্বকাপজয়ী দিদিয়ের দেশম যথাক্রমে ভোট দেন গ্রিজম্যান, ভারানে এবং এমবাপেকে। রানারআপ ক্রোয়েশিয়ার জালাতকো দালিচ মদ্রিচ, মেসি এবং রোনালদোকে। ব্রাজিলের তিতের প্রথম পছন্দ ছিল মদ্রিচ, এরপর রোনালদো আর সালাহ। বেলজিয়ামের রবাতোর্ মাটিের্নজও স্বদেশি কাউকে বেছে নেননি। তিনি মদ্রিচ, ভারানে আর মেসিকে ভোট দেন।