ফাইনালের স্বপ্ন আথাের্রর

পাকিস্তান তাদের সুপার ফোরের শেষ ম্যাচে অবশ্যই জিতবে। বাংলাদেশ হারবে। ভারতের বিপক্ষে ফাইনালে আমরাই খেলব

প্রকাশ | ২৬ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০

ক্রীড়া ডেস্ক
এশিয়া কাপে পারফরম্যান্সটা একদম ভালো হচ্ছে না পাকিস্তানের। বাংলাদেশের বিপক্ষে ম্যান নিয়ে তাই কিছুটা দুশ্চিন্তা ভর করেছে কোচ মিকি আথার্র আর অধিনায়ক সরফরাজ আহমেদের ওপর Ñওয়েবসাইট
সুপার ফোর পবের্র প্রথম দুই ম্যাচ জিতে আগেই এশিয়া কাপের ফাইনালের টিকিট নিশ্চিত করেছে রোহিত শমার্র ভারত। শুক্রবারের সেই ফাইনালে তাদের প্রতিপক্ষ হতে আজ সুপার ফোরের ম্যাচে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ-পাকিস্তান। আজকের ম্যাচটি তাই অলিখিত সেমিফাইনাল। সেই সেমিফাইনাল মাঠে গড়ানোর আগেই বাংলাদেশকে হারিয়ে দিলেন পাকিস্তানের কোচ মিকি আথার্র। তার পরিষ্কার বাতার্, ভারতের বিপক্ষে ফাইনালে খেলবে পাকিস্তানই। গ্রæপপবের্ হংকংয়ের বিপক্ষে জয়ে শুরু করেছিল পাকিস্তান। এরপর ভারতের বিপক্ষে ৮ উইকেটের ব্যবধানে হেরেছিল তারা। সুপার ফোরে আফগানিস্তানের বিপক্ষে কষ্টাজির্ত জয় পায় মিকি আথাের্রর শিষ্যরা। সুপার ফোরের ম্যাচে আবারও ভারতের বিপক্ষে ৯ উইকেটের বড় ব্যবধানে হেরে যায় তারা। পাকিস্তানের মতো এশিয়া কাপের শুরুটা বাংলাদেশও করেছিল দুদার্ন্তভাবে, শ্রীলংকাকে ১৩৭ রানে উড়িয়ে দিয়ে। কিন্তু এরপর গ্রæপপবের্ আফগানিস্তানের কাছে হার, হার দেখতে হয়েছে সুপার ফোরের ম্যাচে ভারতের বিপক্ষেও। তবে টুনাের্মন্টে টিকে থাকার লড়াইয়ে আফগানদের হারিয়েছে টাইগাররা। শেষ ম্যাচে জয় পাওয়ায় বাংলাদেশ শিবির কিছুটা ফুরফুরে মেজাজেই আছে। অন্যদিকে, চিরপ্রতিদ্ব›দ্বী ভারতের কাছে টানা দুই হারের হতাশায় ভুগছে পাকিস্তান। দলীয় কোচ আথার্র স্বীকার করেছেন, তার শিষ্যরা আত্মবিশ্বাসের সংকটে ভুগছে। এরপরও তিনি আশাবাদী, ঘুরে দঁাড়াবে দল। একটু বেশিই আশাবাদী তিনি। অনেকটা জোর দিয়েই আথার্র বলে ফেলেছেন, ‘পাকিস্তান তাদের সুপার ফোরের শেষ ম্যাচে অবশ্যই জিতবে। বাংলাদেশ হারবে। ভারতের বিপক্ষে ফাইনালে আমরাই খেলব।’ পর পর দুই ম্যাচে ভারতের কাছে বড় ব্যবধানে উড়ে যাওয়া পাকিস্তান কি পারবে আত্মবিশ্বাস ফিরে পাওয়া বাংলাদেশকে হারাতে? সেটির আলোচনায় এড়িয়ে গিয়ে মিকি আথার্র যোগ করেন, ‘আমরা ভারতের বিপক্ষে হেরেছি। ফাইনালে সুযোগ থাকছে, এমনকি সেই ভারতকে হারিয়ে শিরোপা জেতার। আমরা ভারতের বিপক্ষে প্রতিশোধ নিতে চাই। আর সেটার জন্য বড় মঞ্চ অপেক্ষা করছে এশিয়া কাপের ফাইনাল। কারণ আমার কোচিং ক্যারিয়ারে গত ম্যাচে ভারতের বিপক্ষে পরাজয়টাই সব থেকে খুব বাজে দিক হয়ে গেছে। এবার পাকিস্তানের ঘুরে দঁাড়ানোর পালা।’ পাকিস্তানের কোচ যখন নিজের দলকে নিয়ে খুব আশাবাদি, তখন দলটির ব্যাটিংয়ের অন্যতম ভরসা শোয়েব মালিক ভুগছেন দুটানায়। তার মতে, বাংলাদেশকে হারাতে নিজেদের সেরাটাই দিতে হবে আজ, ‘আসলে কাউকে আন্ডারডগ মনে করছি না। কে এগিয়ে, কে পিছিয়েÑ এটা ভাবছি না। বাংলাদেশকে পিছিয়েও রাখছি না, এগিয়েও রাখছি না। আমরা একটা ম্যাচ খেলতে যাচ্ছি। সেখানে আমাদের সেরাটা দিতে হবে। আর সেটা হলে ইশআল্লাহ ফল আসবে।’