দলকে অনেক মিস করছেন তামিম

প্রকাশ | ২৬ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০

ক্রীড়া প্রতিবেদক
শ্রীলংকার বিপক্ষে গ্রæপ পবের্র প্রথম ম্যাচেই এশিয়া কাপ শেষ হয়ে গেছে তামিম ইকবালের। সুরাঙ্গা লাকমালের বাউন্সারে পুল করতে গিয়ে কব্জিতে চিড় ধরেছে তার। এর আগেও ফিল্ডিং অনুশীলনে চোট পেয়েছেন তামিম। গত মঙ্গলবার দেশে ফিরে আসেন। তবে দলের সবার পাশে না থাকতে পেরে ভীষণ হতাশ তিনি। দলকে অনেক মিস করছেন বলে জানিয়েছেন দেশসেরা এ বঁাহাতি ওপেনার। ওয়েস্ট ইন্ডিজ সফরে ব্যাট হাতে দুদার্ন্ত ফমের্ ছিলেন তামিম। এশিয়া কাপেও সেই ধারাবাহিকতা ধরে রাখার আশাও ছিল তার, ‘আমি অনেক ভালো ফমের্ ছিলাম। দলের হয়ে নিয়মিত রানও পাচ্ছিলাম। তাই এশিয়া কাপ নিয়ে আমি আশাবাদী ছিলাম। এটি একটি বড় টুনাের্মন্ট, সারা বিশ্ব এটি দেখছে। আমি ভালো করতে চেয়েছিলাম এই টুনাের্মন্টে। তবে দুভার্গ্যবশত আমি ইনজুরিতে পড়ি এবং এই মুহূতের্ দলকে অনেক বেশি মিস করছি। অবশ্যই ইনজুরি খেলারই একটি অংশ, যা আপনি বাদ দিতে পারবেন না।’ শিগগিরই জানা যাবে কবে নাগাদ আবার মাঠে দেখা যেতে পারে এই বঁাহাতি ব্যাটসম্যানকে। চিকিৎসার অগ্রগতির ব্যাপারে তামিম জানিয়েছেন, ‘প্রাথমিকভাবে ডাক্তাররা জানিয়েছেন, ইনজুরি সারতে ছয় সপ্তাহ লাগতে পারে। আমি আগামী পরশু প্রথমবারের মতো এক্সরে করাব। তবে প্রথম এক্সরে খুব গুরুত্বপূণর্। এটি দেখে সবকিছু স্বাভাবিক মনে হলে অস্ত্রোপচারের প্রয়োজন নেই।’