ব্যথর্তার শাস্তি সেনার চাকরি!

প্রকাশ | ০১ জুলাই ২০১৮, ০০:০০

ক্রীড়া ডেস্ক
এবারের বিশ্বকাপে ইন্দ্রপতনের নেপথ্যে তারাই। বিশ্বকাপ থেকে জামাির্নর স্বপ্নভঙ্গ হয়েছে তাদেরই দক্ষতাতেই। গতবারের বিশ্বজয়ীদের জালে দুবার বল জড়িয়ে দিয়েও অবশ্য শেষরক্ষা হয়নি। ছিটকে যেতে হয়েছে দক্ষিণ কোরিয়াকে। তার জন্য শাস্তিও পেতে হতে পারে ফুটবলারদের। সেই শাস্তি হিসেবে তাদের সম্ভবত সেনাবাহিনীতে যোগ দিতে হবে। নকআউটে খেলার জন্য দক্ষিণ কোরিয়া ‘যোগ্য’ নয় বটে, তবে জামাির্নর মতো দলকে রীতিমতো নাস্তানাবুদ করে ছেড়েছে তারা। মুলার-ওজিলরা কোনোভাবেই কোরিয়ার ডিফেন্স ভাঙতে পারেননি। উল্টো দুটি গোল খেয়েছে। এহেন অঘটন ঘটাতে সক্ষম হলেও দক্ষিণ কোরিয়ার ফুটবলারদের সম্ভবত শাস্তির মুখে পড়তে হচ্ছে। দু’বছর সেনায় কাজ করতে হতে পারে তাদের। যে সিদ্ধান্তে বেশ অখুশি দক্ষিণ কোরিয়ার ফুটবলপ্রেমীরা। কেন এই শাস্তি? শুধু কি খারাপ খেলার জন্য? হুবহু তা বলা যাবে না। কারণ সে দেশের নিয়ম অনুযায়ী, ১৮-৩৫ বছর বয়সী যুবাদের বাধ্যতামূলক অন্তত দু’বছর দেশের জন্য কাজ করতে হবে। এই দলের খেলোয়াড়রা সে নিয়ম থেকে ছাড় পেয়েছিলেন। তবে বিশ্বকাপ বিপযের্য়র পরও কি তারা নিয়মের ব্যতিক্রমের সুবিধা পাবেন? তা স্পষ্ট নয়। যদি দেশের নিয়ম মানতে হয় তাদেরও অন্তত দু’বছর সেনার কাজ করতে হতে পারে। সেক্ষেত্রে বেশ কয়েকজন প্রতিভাবান ফুটবলারের ক্যারিয়ার অঙ্কুরে বিনষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে।