ম্যারাডোনাকে ফিফার সতকর্বাতার্

প্রকাশ | ০১ জুলাই ২০১৮, ০০:০০

ক্রীড়া ডেস্ক
ম্যারাডোনা মানেই যেন বিশেষ কিছু। ম্যারাডোনা মানেই উন্মাদনা। ফুটবলের মতো পাগলামিটাও যেন রক্তে মিশে আছে তার। বণির্ল ফুটবল ক্যারিয়ারে মাঠে অসাধারণ শৈল্পিক নৈপুণ্য দেখিয়ে যেভাবে অগণিত মানুষের মন জয় করেছেন, তেমনি চক্ষুশূল হয়েছেন প্রথাগত রীতিনীতির অনুসারীদের। বিতকর্ আর কেলেঙ্কারিও হাত ধরাধরি করে হেঁটেছে তার সাফল্যমÐিত ফুটবল ক্যারিয়ারের সঙ্গে। জাতীয় দল ছেড়েছেন সেই ১৯৯৪ সালের বিশ্বকাপে, তাও বিতকির্ত হয়ে। এবার আবারও সমালোচনার শিকার হলেন এই কিংবদন্তি। এবার স্বয়ং ফুটবলের সবোর্চ্চ সংস্থা ফিফা সমালোচনা করেছে তার। নাইজেরিয়ার বিপক্ষে আজেির্ন্টনার জয়ের পর ম্যারাডোনার মধ্যমা আঙুল প্রদশর্নকে কেন্দ্র করে মূলত ফিফা থেকে সংযত হওয়ার পরামশর্ দেয়া হয়েছে তাকে।