টাইগারদের সামনে এবার নিউজিল্যান্ড মিশন

আগামী ২০ মার্চ ডানেডিনে অনুষ্ঠিত হবে সিরিজের প্রথম ওয়ানডে। ২৩ মার্চ দ্বিতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে ক্রাইসচার্চে। সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ২৬ মার্চ অনুষ্ঠিত হবে ওয়েলিংটনে। টি২০ সিরিজের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে ২৮ মার্চ হ্যামিল্টনে। সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ যথাক্রমে ৩০ মার্চ ও ১ এপ্রিল অনুষ্ঠিত হবে নেপিয়ার ও অকল্যান্ডে

প্রকাশ | ১৮ ফেব্রুয়ারি ২০২১, ০০:০০

ক্রীড়া প্রতিবেদক
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে দুর্দান্ত পারফর্ম করলেও টেস্ট সিরিজে ভালো করতে পারেনি টাইগাররা। সে হতাশা ভুলে মুশফিক-তামিম-মাহমুদউলস্নাহদের লক্ষ্য এবার নিউজিল্যান্ড সিরিজ -ফাইল ফটো
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ক্ষত এখনো শুকোয়নি। হারের জ্বালায় জ্বলছে এখনো টিম টাইগার। ক্রিকেটার থেকে কোচিং স্টাফ; নির্বাচক থেকে বোর্ডকর্তা। সবাই সমালোচনায় বিদ্ধ। ক্যারিবিয়ান সাগরে হাবুডুবু খাওয়ার পর এবার প্রস্তুতি তাসমান সাগরে। মিশন নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে ও টি২০ সিরিজ। সমালোচনায় বিদ্ধ নান্নু বাশাররা ২০ সদস্যের দলও করেছেন চূড়ান্ত। দলের তালিকা বিসিবি সভাপতি নাজমুল হাসানের টেবিলে। এখন শুধু আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা। আগামী ২০ মার্চ ডানেডিনে অনুষ্ঠিত হবে সিরিজের প্রথম ওয়ানডে। ২৩ মার্চ দ্বিতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে ক্রাইসচার্চে। সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ২৬ মার্চ অনুষ্ঠিত হবে ওয়েলিংটনে। টি২০ সিরিজের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে ২৮ মার্চ হ্যামিল্টনে। সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ যথাক্রমে ৩০ মার্চ ও ১ এপ্রিল অনুষ্ঠিত হবে নেপিয়ার ও অকল্যান্ডে। নিউজিল্যান্ড পৌঁছানোর পর কুইন্সটাউনে পাঁচদিনের প্রস্তুতি ক্যাম্প করবে টাইগাররা। আগামী ২৪ ফেব্রম্নয়ারি নিউজিল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়ার কথা রয়েছে বাংলাদেশ ক্রিকেট দলের। বোর্ড চায়, সফরের আগেই দলে থাকা ক্রিকেটারদের করোনা টিকার আওতায় আনতে। সিরিজের আগেই খেলোয়াড়দের প্রথম ডোজের টিকা দিতে চায় বিসিবি। দ্বিতীয় ডোজ দেওয়া হবে দেশে ফেরার পর। তবে এই টিকা নেওয়ার জন্য কোনো ক্রিকেটারকেই বাধ্য করা হবে না। অবশ্য, আন্তর্জাতিক ভ্রমণের আগে যদি টিকাগ্রহণ বাধ্যতামূলক করা হয়, তাহলে টিকা নিয়েই নিউজিল্যান্ড যেতে হবে টাইগারদের। কোভিডের কারণে এক বছরের বেশি সময় পর বিদেশ সফরে যাবে বাংলাদেশ। ভাইরাস থেকে বাঁচতে বিসিবি সভাপতি নিয়েছেন টিকা। এবার ক্রিকেটারদের নিউজিল্যান্ড সফরে টিকা নেওয়াটা এক রকম বাধ্যতামূলক হয়ে দাঁড়িয়েছে। আভাস মিলল নির্বাহী প্রধানের কথায়। বিসিবি প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন বললেন, 'আমাদের দেশের টিকার সঙ্গে অন্য দেশের টিকার মিল নাও থাকতে পারে। আর আমাদের টিকা সবচেয়ে সেভ (নিরাপদ)। তাই নিউজিল্যান্ড যাওয়ার আগে ক্রিকেটারদের টিকা নেওয়া জরুরি।' নিউজিল্যান্ড সফরের আগেই খেলোয়াড়দের করোনা টিকা দেওয়ার ব্যবস্থা নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তাই আসন্ন নিউজিল্যান্ড সফরে থাকা ক্রিকেটারদের আজ করোনা টিকা দেওয়া হবে। বাকিরা পরে এই টিকা পাবে বলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকে জানানো হয়েছে। বিসিবির প্রধান নির্বাহী (সিইও) নিজাম উদ্দিন চৌধুরী জানান, বাকি ক্রিকেটারদের টিকার আওতায় আনার জন্য বিসিবি এরইমধ্যে তালিকা প্রণয়নের উদ্যোগ নিয়েছে। তালিকা প্রণয়নের কাজ শেষ হওয়ার পর সরকারের সংশ্লিষ্ট বিভাগের কাছে এটি পাঠানো হবে এবং তাদের নির্দেশনা মোতাবেক টিকা দেওয়া হবে। বিসিবির সিইও সাংবাদিকদের বলেন, 'আমরা শুধুমাত্র নিউজিল্যান্ডগামী ক্রিকেটারদের জন্য টিকার ব্যবস্থা করেছি। বাকিদের জন্য আরেকটি তালিকা তৈরি করা হবে। সেটি সরকারের কাছে পাঠানো হবে। তাদের নির্দেশনা অনুযায়ী, বাকি খেলোয়াড়রা টিকা নেবে।' বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেন, 'বৃহস্পতিবার দল ঘোষণা করা হবে। দল তৈরি করা হয়েছে। দূরত্বের ব্যাপারটি মাথায় রেখে ওয়ানডে ও টি২০'র জন্য ২০ সদস্যের দল দেওয়া হবে।' ব্যাকআপ ওপেনার থাকতেও সৌম্যকে দলে নেওয়া; কিংবা সবচেয়ে আলোচিত ব্যাটিং পজিশনে পর্যাবেক্ষণ। নিউজিল্যান্ড সফরে কী থাকবে এই ধারা? নান্নু জানালেন, 'ওয়েস্ট ইন্ডিজ সিরিজে ওয়ানডে খেলা ক্রিকেটাররাই থাকবে নিউজিল্যান্ড সফরের দলে। খুব একটা পরিবর্তন আসবে না। তবে টি২০ স্পেশালিস্ট কিছু ক্রিকেটার ডাক পাবেন।'