শেষ চারে সেরেনা জোকোভিচ

প্রকাশ | ১৮ ফেব্রুয়ারি ২০২১, ০০:০০

ক্রীড়া ডেস্ক
আবারও সেরেনা উইলিয়ামসের মুখোমুখি হচ্ছেন নাওমি ওসাকা। অস্ট্রেলিয়ান ওপেনের কোয়ার্টার ফাইনালে সিমোনা হালেপকে হারিয়ে শেষ চারে খেলা নিশ্চিত করেছেন সেরেনা। সেখানে তার প্রতিপক্ষ জাপানের নাওমি ওসাকা। ২০১৮ সালের ইউএস ওপেন ফাইনালের পর এই প্রথম মুখোমুখি হচ্ছেন দু'জন। সেবার বিতর্কিত ঘটনার জন্ম দেওয়া সেরেনাকে হারিয়েই প্রথম গ্র্যান্ডস্স্নাম জিতেছিলেন ওসাকা। আর ছেলেদের সেমিফাইনাল নিশ্চিত করেছেন নোভাক জোকোভিচও। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কোয়ার্টার ফাইনালে হারিয়েছেন জার্মান আলেক্সান্ডার জেরেভকে। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচটা জোকোভিচ জিতেছেন ৬-৭ (৬-৮), ৬-২, ৬-৪, ৭-৬ (৮-৬) গেমে। শেষ চারে তার প্রতিপক্ষর্ যাংকিংয়ের ১১৪তম ও রাশিয়ান বাছাই আসলান কারাতসেভ। অবশ্য উন্মুক্ত যুগে অন্যরকম নজির গড়েছেন আসলান। প্রথম ব্যক্তি হিসেবে নিশ্চিত করেছেন শেষ চার!