শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সংবাদ সংক্ষেপ

নতুনধারা
  ২৩ ফেব্রুয়ারি ২০২১, ০০:০০

কক্সবাজারে ওয়ালটন বিচ তায়কোয়ান্দো

কক্সবাজার প্রতিনিধি

বাংলাদেশ তায়কোয়ান্দো ফেডারেশনের উদ্যোগে কক্সবাজার সমুদ্রসৈকতের লাবনী পয়েন্টে শুরু হয়েছে ওয়ালটন বিচ তায়কোয়ান্দো প্রতিযোগিতা। সোমবার সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন কক্সবাজার জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মো. মামুনুর রশীদ। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাহজাহান আলী, টুরিস্ট পুলিশ সুপার জিলস্নুর রহমান, ওয়ালটনের নির্বাহী পরিচালক এফ এম ইকবাল বিন আনোয়ার ডন, কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জসিম উদ্দীন, বাংলাদেশ তায়াকোয়ান্দো ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. মাহমুদুল ইসলাম রানা, টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান সুমন দে।

প্রতিযোগিতায় বিভিন্ন জেলা, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন ক্লাব থেকে প্রায় ১৮০ জন খেলোয়াড় বয়সভিত্তিক ক্যাটাগরিতে অংশগ্রহণ করছেন।

দুই মিলানের লড়াইয়ে ইন্টারের জয়

ক্রীড়া ডেস্ক

ইতালিয়ান সিরি'আ লিগে রোববার মুখোমুখি হয়েছিল দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল এসি মিলান ও ইন্টার মিলান। এ ম্যাচে প্রতিপক্ষকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে ইন্টার। সান সিরোতে অনুষ্ঠিত ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিল ইন্টার মিলান। ফলও পেয়ে যায় দ্রম্নত। পঞ্চম মিনিটে আর্জেন্টাইন ফরোয়ার্ড লাউতারো মার্টিনেজের গোলে এগিয়ে যায় ইন্টার। প্রথমার্ধে আরও কয়েকটি আক্রমণ করলেও সাফল্য পায়নি দলটি। ম্যাচের ৫৭তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন মার্টিনেজ। এসি মিলানের রক্ষণভাগ এদিন ছিল ছন্নছাড়া। ৬৬তম মিনিটে দলটির কফিনে শেষ পেরেক ঠুকে দেন বেলজিয়াম তারকা রোমেলো লুকাকু।

এ জয়ে ২৩ ম্যাচে ৫৩ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষস্থান আরও শক্ত করেছে ইন্টার মিলান। অন্যদিকে সমান ম্যাচে ৪৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে এসি মিলান।

লিগ ওয়ানে পিএসজির হার

ক্রীড়া ডেস্ক

লিগ ওয়ানে সমর্থকদের হতাশ করেছে পিএসজি। মোনাকোর কাছে ২-০ গোলে হেরেছে পচেত্তিনোর শিষ্যরা। লিগ ওয়ানে পথ হারিয়েছে পিএসজি। নিজেদের শেষ ম্যাচেই চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনাকে বিধ্বস্ত করে আসা প্যারিসিয়ানদের খুঁজেই পাওয়া যায়নি পার্ক দে প্রিন্সেসে। উল্টো তাদের হতাশায় ডুবিয়েছে মোনাকো। ৬ মিনিটেই পিএনজিকে হতাশ করেন ২০ বছরের ফরাসি তরুণ সোফেইন ডিউপ। লিড নেয় মোনাকো। ৫১ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ম্যারিপান। গোল পরিশোধে চেষ্টা করেও কূলকিনারা পায়নি পিএসজি। বর্তমান চ্যাম্পিয়নদের হারিয়ে জয় নিয়ে বাড়ি ফেরে মোনাকো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে