নিউজিল্যান্ডে পৌঁছাল বাংলাদেশ দল

প্রকাশ | ২৫ ফেব্রুয়ারি ২০২১, ০০:০০

ক্রীড়া প্রতিবেদক
নিউজিল্যান্ডের বিপক্ষে তিনটি করে ওয়ানডে ও টি২০ ম্যাচ খেলতে বুধবার স্থানীয় সময় দুপুর ২টা ৪৫ মিনিটে তামিম ইকবাল-মাহমুদউলস্নাহ রিয়াদরা পা রেখেছেন ক্রাইস্টচার্চে। বিমানবন্দর ছেড়ে লিংকন ইউনিভার্সিটি হাই-পারফরম্যান্স সেন্টারে থাকবেন তারা -ওয়েবসাইট
দীর্ঘ ভ্রমণ শেষে নিউজিল্যান্ডে পৌঁছেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। বুধবার স্থানীয় সময় দুপুর ২টা ৪৫ মিনিটে তামিম ইকবাল-মাহমুদউলস্নাহ রিয়াদরা পা রেখেছেন ক্রাইস্টচার্চে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) খেলোয়াড়দের পৌঁছানোর খবর জানিয়েছে টুইটারে। এবার নিউজিল্যান্ডের বিপক্ষে তিনটি করে ওয়ানডে ও টি২০ ম্যাচ খেলতে মঙ্গলবার বিকালে বিমানে চেপেছিল বাংলাদেশ দল। লম্বা বিরতি দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার পর করোনাকালে এটাই টাইগারদের প্রথম বিদেশ সফর। বাংলাদেশ দল এর আগে নিউজিল্যান্ড সফরে গিয়েছিল ২০১৯ ক্রিকেট বিশ্বকাপের আগে। সর্বশেষ সফরে ক্রাইস্টচার্চের একটি মসজিদে সন্ত্রাসী হামলার পর সফর স্থগিত করেই ফিরতে হয়েছিল তামিমদের। অবশেষে সেই ক্রাইস্টচার্চ থেকেই শুরু হচ্ছে সফরের আনুষ্ঠানিকতা। নিউজিল্যান্ডে পৌঁছানোর পর টানা ১৪ দিন কোয়ারেন্টিনের কড়া বিধিনিষেধ মানতে হবে বাংলাদেশের খেলোয়াড়-কর্মকর্তাসহ সবাইকে। ক্রাইস্টচার্চের অদূরে লিংকন ইউনিভার্সিটি হাই-পারফরম্যান্স সেন্টার থাকবেন তারা। কোয়ারেন্টিন পর্ব শেষ করে কুইন্সটাউনে পাঁচ দিনের প্রস্তুতি ক্যাম্প করবেন তামিম-মাহমুদউলস্নাহরা। ডানেডিনে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে আগামী ২০ মার্চ মাঠে নামবে বাংলাদেশ। ২৩ মার্চ দ্বিতীয় ওয়ানডে ক্রাইস্টচার্চে। ওয়েলিংটনে শেষ ওয়ানডে হবে ২৬ মার্চ। এরপর হ্যামিল্টনে ২৮ মার্চ হবে সিরিজের প্রথম টি২০ ম্যাচ। ৩০ মার্চ দ্বিতীয় টি২০ হবে নেপিয়ারে। অকল্যান্ডে শেষ টি২০ ম্যাচটি অনুষ্ঠিত হবে ১ এপ্রিল। দলের সঙ্গে বোর্ডের 'কমিউনিকেশন গ্যাপ' যেন না থাকে সেজন্য প্রতিনিধি হয়ে সফরে গিয়েছেন বিসিবি পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। অবশ্য সেখানে পৌঁছেই ১৪ দিনের কোয়ারেন্টিনে থাকতে হবে ক্রিকেটারদের। এ সময় অনুশীলনের সুযোগ থাকবে না। এরপর কুইন্সটাউনে পাঁচ দিনের ক্যাম্প করবে তামিম-মাহমুদউলস্নাহরা। ২০ মার্চ ডানেডিনের প্রথম ওয়ানডে দিয়ে শুরু হবে বাংলাদেশের মাঠের লড়াই। কিউইদের বিপক্ষে তাদের মাঠে সব দলের জন্যই খেলাটা কঠিন। বাংলাদেশের জন্য যেন আরও কঠিনতম। নিউজিল্যান্ডের মাঠে ২০১৫ বিশ্বকাপে বাংলাদেশের একটা জয় আছে। তবে সেটা স্কটল্যান্ডের বিপক্ষে। স্বাগতিকদের সঙ্গে জয় তো দূরে থাক, অনুশীলন ম্যাচেও খাবি খেতে হয়েছে। বিশেষ করে সেখানকার ঠান্ডা কন্ডিশন, উইকেটের ধরন হয় ভোগান্তির প্রধান কারণ। সফরকারী ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল তবু আশাবাদী হারের তিক্ত ধারাটা এবার বদলে যাবে। বাঁহাতি এই টাইগার ওপেনার বলেন, 'নিউজিল্যান্ডের কন্ডিশন বরাবরই আমাদের জন্য কঠিন। তবে অসম্ভব কিছুই না। নিউজিল্যান্ডে আমরা যা কোনোদিন অর্জন করতে পারিনি, চেষ্টা করব এবার যেন সেটা বদল করতে পারি। আমরা আশাবাদী।' নিউজিল্যান্ডে পৌঁছে কড়া কোয়ারেন্টিনে থাকবে হবে ক্রিকেটারদের। ৩৫ সদস্যের বাংলাদেশের সবাইকে যাওয়ার আগে তিন দফায় করতে হয়েছে কোভিড-১৯ পরীক্ষা। পৌঁছানোর পর তাদের নিয়ে যাওয়া হয় ক্রাইস্টচার্চের অদূরে লিংকন ইউনিভার্সিটি হাই-পারফরম্যান্স সেন্টারে। ১৪ দিন থাকতে হবে সেখানেই। প্রথম ৭দিন কোয়ারেন্টিনের অগ্নিপরীক্ষা। দলের কেউই কারো সঙ্গে দেখা করতে পারবেন না। প্রত্যেকেই থাকবেন যার যার কক্ষে। রুম-টয়লেট, কাপড় সবই নিজেদেরই পরিষ্কার করতে হবে। রুমের দরজার বাইরে তাদের জন্য খাবার দেওয়া হবে। সেটা দরজা খুলে নিতে হবে। আর ২০ মার্চ ওয়ানডে দিয়ে শুরু হবে এই দুই দলের সিরিজ। ২৩ ও ২৬ মার্চ হবে আরও দুই ওয়ানডে। ২৮ মার্চ শুরু হবে তিন ম্যাচের টি২০ সিরিজের প্রথমটি। ৩০ মার্চ দ্বিতীয় ও ১ এপ্রিল হবে শেষ টি২০ ম্যাচ। নিউজিল্যান্ড সফরের বাংলাদেশ দল :তামিম ইকবাল খান, মোসাদ্দেক হোসেন সৈকত, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, লিটন কুমার দাস, মাহমুদউলস্নাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রম্নব, সৌম্য সরকার, নাঈম শেখ, তাসকিন আহমেদ, আল-আমিন হোসেন, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, মোহাম্মদ সাইফউদ্দিন, মুস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিরাজ, রুবেল হোসেন, শেখ মেহেদী হাসান ও নাসুম আহমেদ।