আইসিসির কাছে আফ্রিদির প্রশ্ন

প্রকাশ | ২৬ ফেব্রুয়ারি ২০২১, ০০:০০

ক্রীড়া ডেস্ক
করোনাভাইরাস মহামারিতে লম্বা সময় স্থগিত থাকার পর গত জুলাইয়ে ফিরেছিল ক্রিকেট। তবে নানা স্বাস্থ্যবিধি মেনে মাঠে ফেরেন ক্রিকেটাররা। করোনাভাইরাসের প্রকোপ থেকে সুরক্ষায় ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) আরোপিত একটি নিয়ম ছিল বল করার সময় বোলারদের ক্যাপ ও সোয়েটার নিজের কাছে রাখতে পারবেন না আম্পায়াররা। আর এই নিয়মের সঙ্গে প্রায় প্রত্যেক ক্রিকেটার মানিয়ে নিলেও আফ্রিদির বেশ আপত্তি রয়েছে। তার দাবি ক্রিকেটার ও আম্পায়ারদের সবাই একই জৈব সুরক্ষা বলয়ে থাকছেন। তাহলে আম্পায়াররা কেন বোলারদের ক্যাপ নিতে পারবেন না? বুধবার টুইটারে তিনি প্রশ্ন রাখেন আইসিসির কাছে, 'প্রিয় আইসিসি, আমি বুঝতে পারছি না কেন আম্পায়াররা বোলারদের ক্যাপ গ্রহণ করতে পারবেন না। আমরা প্রত্যেকেই তো একই জৈব সুরক্ষা বলয়ে আছি। শুধু আমরাই নই, ম্যানেজমেন্টও রয়েছে। এমনকি আমরা ম্যাচ শেষে হাতও মেলাচ্ছি।'