বাংলাদেশে হচ্ছে না এএফসি কাপ

প্রকাশ | ০২ মার্চ ২০২১, ০০:০০

ক্রীড়া প্রতিবেদক
এএফসি কাপে দক্ষিণ জোনের 'ডি' গ্রম্নপের ম্যাচগুলো বাংলাদেশে আয়োজন করার জন্য আবেদন করেছিল দ্বিতীয়বারের মতো এএফসি কাপে অংশগ্রহণ করা বসুন্ধরা কিংস। তবে বাংলাদেশের পরিবর্তে ম্যাচগুলো মালদ্বীপের মালেতে অনুষ্ঠিত হবে। সোমবার দুপুরে এক বিজ্ঞপ্তির মাধ্যিেবষয়টি নিশ্চিত করেছে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)। 'ডি' গ্রম্নপে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের সঙ্গে আরও আছে ভারতের মোহন বাগান, মালদ্বীপের মাজিয়া স্পোর্টস এবং পেস্ন অফ থেকে আসা একটি দল। করোনা মহামারির কারণে এবারের আসরটি নিরপেক্ষ ভেনু্যতে আয়োজন করার সিদ্ধান্ত নেয় এএফসি। যার ফলে প্রতিটা ক্লাবেরই সুযোগ ছিল ঘরের মাঠে ম্যাচ আয়োজনের প্রস্তাব দেওয়ার। এরই পরিপ্রেক্ষিতে গত ১৯ ফেব্রম্নয়ারি এএফসি কাপের গ্রম্নপ 'ডি' এর সবগুলো ম্যাচ বাংলাদেশের সিলেট জেলা স্টেডিয়াআেয়োজনের জন্য এএফসির কাছে আবেদন করেছিল বসুন্ধরা কিংস। এএফসির প্রয়োজনীয়তা পূরণের লক্ষ্যেই সিলেট জেলা স্টেডিয়ামের দু'টি ড্রেসিং রুথেকে চারটিতে পরিণত করার অঙ্গীকার জ্ঞাপন করেছে বসুন্ধরা কিংস। এছাড়া অনুশীলনের জন্য বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠান (বিকেএসপি) সিলেট ও আবুল মাল আব্দুল মুহিত ক্রীড়া কমপেস্নক্সের নাএএফসির কাছে প্রস্তাবনা করা হয়। বসুন্ধরা কিংস ছাড়াও ভারতের অ্যাথলেটিকো মোহনবাগান নিজেদের ঘরের মাঠে ম্যাচগুলো আয়োজনের প্রস্তাবনা উত্থাপন করে। তবে সবাইকে ছাড়িয়ে সুযোগ পেয়েছে মালদ্বীপের মাজিয়া স্পোর্টস।