ইনজুরি কাটিয়ে জাতীয় দলে ফিরতে চান শফিউল

প্রকাশ | ০২ মার্চ ২০২১, ০০:০০

ক্রীড়া প্রতিবেদক
শফিউল ইসলাম
ইনজুরি পুনর্বাসন প্রক্রিয়া খুব একটা আশাব্যঞ্জক অবস্থানে নেই পেসার শফিউল ইসলামের। ইনজেকশনে কাজ না হলে ভবিষ্যতে অস্ত্রোপচারের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছেন এই টাইগার পেসার। আপাতত নিজেই চিকিৎসার ব্যয়ভার বহন করলেও বিসিবির করা স্বাস্থ্যবীমা থেকে পরে অর্থ পাবেন বলে জানিয়েছেন সুহাস। ইনজুরি কাটিয়ে আবারও জাতীয় দলে ফেরার ব্যাপারে আশাবাদী এই পেসার। এই একটা মুহূর্তে ৫৬ হাজার বর্গমাইলের ক্রিকেট ভক্তরা চিনেছিলেন তাকে। শরীরের গড়ন তখনো ছিপছিপে। অথচ তার ভয়ডরহীন ব্যাটেই ২০১১ বিশ্বকাপে সাগরিকায় ইংলিশ বধ কাব্য লিখেছিল বাংলাদেশ। তবে তার মূল কাজটা গতির ঝড় তোলা। বল হাতে শফিউলের সুইং করানোর দক্ষতাও অজানা নয়। কিন্তু অভিজ্ঞ এই পেসারের সার্ভিসটা লম্বা সময়ের জন্য পাচ্ছে না বিসিবি। লকডাউন থেকে ফিরে বঙ্গবন্ধু টি২০ কাপে খুলনার হয়ে দুটো ম্যাচ খেলার পরই জেঁকে বসে পুরনো ইনজুরি। সম্প্রতি কলকাতায় গিয়ে চিকিৎসাও করিয়েছেন শফিউল। কিছুটা উন্নতি হলেও এখনো পুরোপুরি সারেনি ব্যথা। ইনজেকশনে কাজ না হলে, যেতে হতে পারে অপারেশনের টেবিলে। তিনি বলেন, 'অপারেশন করলে অনেক সময় লাগবে। কারণে আগে ইনজেকশন দিয়ে ট্রাই করব। এরপর অন্য সিদ্ধান্ত নেব।' বীমার মাধ্যপোইপলাইনের ক্রিকেটারদের যেকোনো ইনজুরির চিকিৎসা ব্যয় বহন করে ক্রিকেট বোর্ড। তবে আপাতত নিজের চিকিৎসার খরচ নিজেই চালাচ্ছেন শফিউল। ক্যারিয়ারের এই পর্যায়ে এসে লম্বা ইনজুরির শঙ্কা থাকলেও আত্মবিশ্বাসের কমতি নেই। জাতীয় দলের জার্সিটা পরার চ্যালেঞ্জ আবারও নিতে চান এই ডানহাতি পেসার। তিনি আরও বলেন, 'সুস্থ হয়ে আমার টার্গেট জাতীয় দলে ঢোকা। আআিমার কাজ করে যাব।' আন্তর্জাতিক ক্যারিয়ারে তিন ফরম্যাটে ৯১ ম্যাচে ১০৭ উইকেট শিকার করেছেন শফিউল।