বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

এ বছরই জিম্বাবুয়ে যাচ্ছে বাংলাদেশ !

ক্রীড়া প্রতিবেদক
  ০৩ মার্চ ২০২১, ০০:০০

বাংলাদেশের নিয়মিত প্রতিপক্ষ জিম্বাবুয়ে। আবারও পুরানো প্রতিপক্ষের মুখোমুখি হতে যাচ্ছে টাইগাররা। সবকিছু ঠিক থাকলে চলতি বছরই জিম্বাবুয়ে সফরে যাবে তামিম-রিয়াদ-মুমিনুলরা। অন্যদিকে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্গত দুটি ম্যাচ খেলতে আগামী এপ্রিলে শ্রীলংকা সফরে যাবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজের ভেনু্য প্রায় চূড়ান্ত হয়েছে বলে গণমাধ্যমকে জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন। তার দেওয়া তথ্য অনুযায়ী সিরিজের দুটি ম্যাচই ক্যান্ডির পালেস্নকেলে আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে।

আগামী জুনে এশিয়া কাপ হওয়া অনেকটাই অনিশ্চিত। একই সময়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল অনুষ্ঠিত হবে। এরই মধ্যে ফাইনাল নিশ্চিত করে রেখেছে নিউজিল্যান্ড। যদি ভারত এই ফাইনালে খেলে তাহলে বাতিল হতে পারে এশিয়া কাপ। সূচি অনুসারে এশিয়া কাপের পরপরই জিম্বাবুয়ে সফরে যাবে বাংলাদেশ। জানা গেছে, জিম্বাবুয়ে সফরে ২ টেস্ট, ৩টি ওয়ানডে ও তিনটি টি২০ ম্যাচ খেলবে বাংলাদেশ।

বিসিবির প্রধান নির্বাহী (সিইও) নিজামউদ্দিন চৌধুরী সুজন গণমাধ্যমকে বলেন, 'ফিউচার টু্যর প্রোগ্রামে (এফটিপি) এশিয়া কাপের জন্য জায়গা রাখা আছে। তার পরপরই জিম্বাবুয়ের বিপক্ষে দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও তিনটি টি২০ খেলার কথা রয়েছে। এফটিপি মেনেই অন্যান্য বোর্ডের সঙ্গে আমাদের যোগাযোগ হচ্ছে।'

বর্তমানে নিউজিল্যান্ডে অবস্থান করছে বাংলাদেশ। সেই সিরিজের পরপরই শ্রীলংকা সফরে যাবে বাংলাদেশ। এরপর প্রস্তুতি হবে এশিয়া কাপের জন্য। যদি এটি না হয়, তাহলে জিম্বাবুয়ের উদ্দেশ্যে উড়াল দিবে টাইগাররা।

করোনাভাইরাসের কঠোর গাইডলাইনের কারণে শ্রীলংকা সফরে যায়নি বাংলাদেশ। এবার সেই গাইডলাইন শিথিল করা হচ্ছে। ইংল্যান্ডের সবশেষ শ্রীলংকা সফরের গাইডলাইনই বাংলাদেশের জন্য প্রযোজ্য হবে। তবে ক্রিকেটারদের কোয়ারেন্টিন মেনে চলতেই হবে।

ক্যান্ডিতে টেস্ট সিরিজ অনুষ্ঠিত হলেও কলম্বোয় কোয়ারেন্টিনে থাকবে বাংলাদেশ দল। এখন পর্যন্ত দুই বোর্ডের আলোচনায় এমনটিই ঠিক করা হয়েছে বলে জানা গেছে। কলম্বোয় পা রেখে কোয়ারেন্টিন পালনের পর প্রায় ১২০ কিলোমিটার দূরের ক্যান্ডিতে যাবে টাইগাররা।

মূলত হোটেল সুবিধার কথা বিবেচনা করেই কলম্বোকে কোয়ারেন্টিন ভেনু্য হিসেবে বেছে নেয়ার পরিকল্পনা করা হয়েছে। জৈব সুরক্ষা বলয়ে ঢুকেই নিউজিল্যান্ড সফরে চলে গেলেও শ্রীলংকা সফরের আগে টেস্ট দল দেশে সপ্তাহখানেক ক্যাম্প করবে।

ক্যান্ডিতেই দুটি টেস্ট অনুষ্ঠিত হওয়ার কথা জানিয়ে বিসিবির প্রধান নির্বাহী বলেন, 'ভেনু্যর ব্যাপারে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়নি। তবে ওরা এক-দুইটা অপশনের কথা আমাদের বলেছে। ক্যান্ডিতেই খেলা হওয়ার সম্ভাবনা বেশি। হয়তো আগামী দুই-একদিনের মধ্যে বিষয়টি চূড়ান্ত হবে।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে