এক ব্রাজিলিয়ানে উদ্ধার রিয়াল

প্রকাশ | ০৩ মার্চ ২০২১, ০০:০০

ক্রীড়া ডেস্ক
লা লিগায় বার্সেলোনাকে টপকে যাওয়ার সুযোগ ছিল রিয়াল মাদ্রিদের। তা তো হলোই না। উল্টো রিয়াল সোসিয়েদাদের কাছে পয়েন্ট হারিয়েছে স্প্যানিশ জায়ান্টরা। সোমবার রাতে শেষ মুহূর্তে ভিনিসিয়াস জুনিয়রের গোলে হার এড়িয়ে লস বস্নাঙ্কোসরা মাঠ ছেড়েছে ১-১ গোলের স্বতির এক ড্র নিয়ে। এর আগে সব প্রতিযোগিতা মিলিয়ে ৫টি ম্যাচেই জিতেছিল রিয়াল! জয়ের ধারা ধরে রাখতে পারল না রিয়াল। পারল না অ্যাটলেটিকো মাদ্রিদের ওপর চাপ বাড়াতে। তবে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে হারতে বসা ম্যাচে শেষের গোলে মূল্যবান এক পয়েন্ট পাওয়া চ্যাম্পিয়নদের জন্য কম স্বস্তির নয়। দ্বিতীয়ার্ধের শুরুতে পোর্তুর গোলে রিয়াল পিছিয়ে পড়ার পর সমতা টানেন মাদ্রিদের দলটির হয়ে শততম ম্যাচ খেলতে নামা ভিনিসিয়াস জুনিয়র। সোসিয়েদাদের মাঠে গোলশূন্য ড্র করে শিরোপা ধরে রাখার উত্থান-পতনের অভিযান শুরু করেছিল রিয়াল। দলটির সঙ্গে আবারও পয়েন্ট ভাগাভাগি করে লক্ষ্যের পথে বড় এক ধাক্কাই খেল জিনেদিন জিদানের দল। ঘরের মাঠ আলফ্রেদো ডি স্টেফানো স্টেডিয়ামে সোমবার রাতে মূল খেলোয়াড়দের ছাড়া বেশ ভুগতেই হয় জিদানকে। প্রথমার্ধে দাপট দেখিয়ে খেললেও জালের ঠিকানা খুঁজে পায়নি মোটেও। উল্টো হতাশ হতে হয়েছে। বিশেষ করে মারিয়ানো ও রাফায়েল ভারানের দুটি প্রচেষ্টা বারে লেগে প্রতিহত হলে সুযোগ নষ্ট হয় রিয়ালের। বিরতির পর অবশ্য সুবর্ণ সুযোগ হাতছাড়া করেনি সোসিয়েদাদ। ৬১ মিনিট খেলা গড়ানোর পর পরিবর্তন আনেন আক্রমণভাগে। আর সেই বদলেই ত্রাতা হয়ে হাজির হন দলটির ব্রাজিলীয় এক তারকা। ৮৯ মিনিটে ভেসকেসের ক্রস থেকে জাল কাঁপিয়েছেন বদলি ভিনিসিয়াস জুনিয়র। রিয়ালের হয়ে নিজের শততম ম্যাচটাকে স্মরণীয় করে রাখলেন গোল করে। যা ছিল ব্রাজিলীয় ফরোয়ার্ডের ১২তম গোল। এর আগে সমতা ফেরানোর দারুণ সুযোগ নষ্ট করেন টনি ক্রুস।