শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

টাইগারদের প্রশংসায় নিউজিল্যান্ড

ক্রীড়া প্রতিবেদক
  ০৩ মার্চ ২০২১, ০০:০০

কোয়ারেন্টিনে বাংলাদেশ ক্রিকেট দলের আচরণে সন্তুষ্টি প্রকাশ করেছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড ও দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। জানিয়েছেন বিসিবি পরিচালক ও বাংলাদেশ দলের সেফ দ্য মিশন জালাল ইউনুস। আইসোলেশনে থাকলেও, মানসিকভাবে ক্রিকেটাররা চাঙা আছেন বলে জানিয়েছেন দলের সঙ্গে থাকা এই কর্মকর্তা। সবকিছু ঠিক থাকলে আগামী ৪ মার্চ থেকে গ্রম্নপে ভাগ হয়ে অনুশীলন শুরু করবে ক্রিকেটাররা।

নিউজিল্যান্ডে কড়া নিয়মের মধ্যে দিয়ে দিন পার করছেন বাংলাদেশের ক্রিকেটার ও কোচিং স্টাফরা। প্রায় সপ্তাহ পার হতে চলল, এখনো অনেকটা ঘরবন্দি হয়েই দিন পার করছেন সবাই। তবে স্বস্তির কথা হলো এখন পর্যন্ত নিউজিল্যান্ডে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার মুখোমুখি হতে হয়নি বাংলাদেশ দলকে। সম্প্রতি নিউজিল্যান্ড সফরে গিয়ে কোভিড প্রোটোকল ভাঙায় সমালোচনা হয়েছিল পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ দলকে নিয়ে। এদিক বাংলাদেশ দলের অভিজ্ঞতা হয়েছে উল্টো। বাংলাদেশ দলের প্রশংসা করেছে নিউজিল্যান্ড।

এ প্রসঙ্গে বিসিবি পরিচালক জালাল ইউনুস বলেন, 'আমরা সবাইকে সতর্ক করে দিয়েছিলাম। কোনো ক্রমেই যেন মাস্ক ছাড়া ঘর থেকে বের না হয়। খাওয়া নিতেও মাস্ক ছাড়া যাওয়া যাবে না। মাস্ক ছাড়া বাইরে না যেতে বারবার বলা হয়েছে। সবাই সেই প্রটোকল মেনে চলছে। সোমবার সকালে নিউজিল্যান্ড বোর্ড ও স্বাস্থ্য বিভাগের সঙ্গে আমাদের কথা হয়েছিল। তারা আমাদের সবকিছুতেই সন্তুষ্ট। এখন পর্যন্ত তাদের নির্ধারিত প্রটোকলে কোনো ব্যত্যয় ঘটেনি।'

টানা আইসোলেশনে থাকাটা কিছুটা একঘেয়ে। দিনে দু'বার ৩০ মিনিটের জন্য ঘর থেকে বের হবার সুযোগ পান ক্রিকেটার-কোচিং স্টাফরা। এমন অভিজ্ঞতা সবার জন্য নতুন হলেও, মানসিকভাবে চাঙা আছেন সবাই।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে