প্রকাশ | ০৪ মার্চ ২০২১, ০০:০০

ম ক্রীড়া ডেস্ক
গত সপ্তাহে মাত্র দুই দিনের মধ্যে শেষ হওয়া টেস্ট নিয়ে বহু আলোচানা-সমালোচনা শেষ না হতেই সিরিজের চতুর্থ ও শেষ ম্যাচে মাঠে ফিরছে স্বাগতিক ভারত ও সফরকারী ইংল্যান্ড। লর্ডসে অনুষ্ঠেয় বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিশ্চিত করার লক্ষ্য নিয়েই আজ থেকে শুরু হওয়া টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে স্বাগতিক টিম ইন্ডিয়া। বিশ্বের সর্ববৃহৎ ভেনু্য নরেন্দ্র মোদি স্টেডিয়ামের প্রথম ম্যাচে সফরকারী ইংল্যান্ড মাত্র দুই দিনেই পরাজিত হয়। যা ছিল ইতিহাসের সবচেয়ে স্বল্প সময়ের টেস্ট ম্যাচের একটি। এরপর থেকেই ম্যাচের পিচ নিয়ে শুরু হয়েছে নানা সমালোচনা। অনেকের মতেই পিচ স্পিন সহায়ক হলেও মোটেই মান সম্মত ছিল না। ম্যাচটি জিতে চার টেস্ট সিরিজে ভারত ২-১ ব্যবধানে এগিয়ে যাওয়ার পাশাপশি ইংল্যান্ডকে ছুড়ে ফেলেছে বিশ্ব চ্যাম্পিয়নশিপের দৌড় থেকে। গত সপ্তাহে তৃতীয় টেস্টের কয়েকঘণ্টা আগে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নামে পুনঃনামকরণ হওয়া স্টেডিয়ামে ধারণ ক্ষমতার অর্ধেক ৫৫ হাজার দর্শক প্রবেশের সুযোগ পাবে।