বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

আলোচনায় প্রিমিয়ার লিগের অলিম্পিক গোল

ম ক্রীড়া প্রতিবেদক
  ০৪ মার্চ ২০২১, ০০:০০

বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগের ১৩তম রাউন্ডের খেলা শুরু হতে যাচ্ছে আজ থেকে। বঙ্গবন্ধু স্টেডিয়ামে দুপুর ৩.৪৫ মিনিটে শেখ রাসেল ক্রীড়াচক্রের মুখোমুখি হবে বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাব। একই ভেনু্যতে ৬.১৫ মিনিটে শক্তিধর ঢাকা আবাহনীর প্রতিপক্ষ উত্তর বারিধারা ক্লাব। ১২ রাউন্ড শেষে শীর্ষেই আছে লিগের বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। এই রাউন্ডে আলোচনায় ছিল কর্নার থেকে সরাসরি গোল (অলিম্পিক গোল) হওয়া দুই ম্যাচ।

আলোচনা-সমালোচনা-অভিযোগ নিয়েই এবার এগিয়ে যাচ্ছে পেশাদার লিগ। তবে সব কিছু ছাপিয়ে দর্শকদের মন কাড়ছে ফুটবলারদের গোল করার নৈপুণ্য। অন্য সময় বিদেশীরাই এই কৃতিত্বটা বেশি দেখালেও এবার স্থানীয় ফুটবলাররাও পিছিয়ে নেই। এই তো ১২তম রাউন্ডে এক ম্যাচেই সরাসরি কর্নার থেকে দুই গোল করে কি নৈপুণ্যটাই না দেখালেন স্থানীয় মিডফিল্ডার ফয়সাল মাহমুদ। গত ১ মার্চ আরামবাগ ক্রীড়া সংঘের বিপক্ষে ৫-২ গোলের বড় জয় পায় ব্রাদার্স ইউনিয়ন। আর ওই ম্যাচেই কর্নার থেকে দু'টি গোল আদায় করে নেন ব্রাদার্সের অভিজ্ঞ ফুটবলার ফয়সাল মাহমুদ। এক ম্যাচে এমন দু'টি অবাক করা গোল করে যখন আলোচনায় ফয়সাল, ঠিক তার একদিন পরই আবারও সরাসরি কর্নার থেকে একটি গোল হয় প্রিমিয়ার লিগে। মঙ্গলবার শেখ জামাল ধানমন্ডি ক্লাব ১-১ গোলে ড্র করে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটির সঙ্গে। এই ড্র'তে চ্যাম্পিয়ন রেসে টিকে থাকতে পয়েন্টের কিছুটা ঘাটতি হলেও শেখ জামালের একটি অর্জন ছিল। দেশের ফুটবল দর্শকরা ঐদিন কর্নার থেকে সরাসরি আরেকটি গোল দেখার সৌভাগ্য অর্জন করলেন। আর এবার গোলটি করেন জামালের উজবেক ফরোয়ার্ড ভ্যালিডজানভ ওটাবেক। কর্নার থেকে অন্য কোন ফুটবলারের সঙ্গে কোনো রকম সংযোগ না ঘটিয়ে সরাসরি বল জালে ঢুকে গেলে যে গোলটি হয়, এ ধরনের গোলকে বলা হয় অলিম্পিক গোল। বিদেশি লিগগুলোতে এ ধরণের গোল হয়ে প্রায়শই হয়ে থাকলেও বাংলাদেশে এক ম্যাচে এরকম দু'টি গোল হওয়ার রেকর্ড আছে কিনা সন্দেহ। মাঠে যতটা না আলোচনায়। তার থেকে বেশি সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত হচ্ছে প্রিমিয়ার লিগের দুই ম্যাচের এই তিনটি অলিম্পিক গোল। তরুণ যে দর্শকরা নিয়মিত দেশের ফুটবল দেখেন তারা প্রশংসায় ভাসাচ্ছেন এই দুই ফুটবলারকে। প্রিমিয়ার লিগের প্রথম পর্ব প্রায় শেষের পথে। ১২ রাউন্ড শেষে দেখা যাচ্ছে ১২ ম্যাচ শেষে ৩৪ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে বসুন্ধরা কিংস। এবারের মৌসুমে দারুণ পারফর্ম করা শেখ জামাল ধানমন্ডি ক্লাব ১১ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে আছে দ্বিতীয় অবস্থানে। গত রাউন্ডে রহমতগঞ্জের কাছে পয়েন্ট না হারালে তারা পয়েন্টটা আরও বাড়িয়ে নিতে পারত। তৃতীয় স্থানে থাকা ঐতিহ্যবাহী ঢাকা আবাহনীর ২২ পয়েন্ট। তারাও খেলেছে ১১টি ম্যাচ। সমান ম্যাচ খেলে ১৯ পয়েন্ট নিয়ে একধাপ নিচে আবাহনীর চীরপ্রতিদ্বন্দ্বী আরেক ঐতিহ্যবাহী ক্লাব মোহামেডান স্পোর্টিং। পঞ্চম স্থানে থাকা সাইফ স্পোর্টিং ক্লাবেরও ১৯ পয়েন্ট। তবে গোল গড় পিছিয়ে দিয়েছে তাদের।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে