বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

চাপ বাড়াতে চান না মাহমুদউলস্নাহ

নিউজিল্যান্ড দল খুব ভালো ছন্দে আছে। মাত্রই অস্ট্রেলিয়াকে টি২০ সিরিজে হারাল। ওই জিনিসগুলো মাথায় না এনে আমাদের শক্তি ও দুর্বলতার দিকগুলোর দিকে তাকালে আমাদের খেলার জন্য ভালো হবে। আমি মনে করি যে, আমাদের ক্রিকেট খেলার মনমানসিকতা থাকলে ইনশালস্নাহ আমরা ভালো করব।
ক্রীড়া প্রতিবেদক
  ০৯ মার্চ ২০২১, ০০:০০
নিউজিল্যান্ড সফরে বাংলাদেশ টি২০ দলের অধিনায়ক মাহমুদউলস্নাহ রিয়াদ -ফাইল ফটো

ঘরের মাঠে নিউজিল্যান্ড বরাবরই শক্তিশালী প্রতিপক্ষ। সাম্প্রতিক সময়ে ঘরে-বাইরে মিলিয়েই তারা আছে দারুণ ছন্দে। তিন সংস্করণ মিলিয়ে টানা পাঁচ সিরিজ জিতেছে কেন উইলিয়ামসনের দল। সর্বশেষ তারা টি২০ সিরিজে হারায় অস্ট্রেলিয়াকে। বাংলাদেশের টি২০ অধিনায়ক মাহমুদউলস্নাহ জানান, কিউইদের সেরা ফর্মের খবর রাখলেও তা মাথায় এনে চাপ বাড়াতে চায় না বাংলাদেশ।

আগামী ২০ মার্চ স্বাগতিকদের বিপক্ষে ওয়ানডে দিয়ে শুরু হবে বাংলাদেশের সিরিজ। এরপরে আছে তিন ম্যাচের টি২০ সিরিজ। টি২০তে তো অধিনায়কই, ওয়ানডেতেও দলের গুরুত্বপূর্ণ ব্যাটসম্যান মাহমুদউলস্নাহ।

সোমবার অনুশীলন সেরে এই অভিজ্ঞ ক্রিকেটার জানান, পরিস্থিতিটা তাদের জন্য এমনিতেই কঠিন। এর মধ্যে প্রতিপক্ষের দুর্দান্ত ছন্দ মাথায় নিলে বেড়ে যায় চাপ, 'নিউজিল্যান্ডের কন্ডিশন সব সময় চ্যালেঞ্জিং। আমাদের জন্য সহজ হবে না। দল হিসেবে আমাদের পারফর্ম করতে হবে তিন বিভাগেই। নিউজিল্যান্ড দল খুব ভালো ছন্দে আছে। মাত্রই অস্ট্রেলিয়াকে টি২০ সিরিজে হারাল। ওই জিনিসগুলো মাথায় না এনে আমাদের শক্তি ও দুর্বলতার দিকগুলোর দিকে তাকালে আমাদের খেলার জন্য ভালো হবে। আমি মনে করি যে, আমাদের ক্রিকেট খেলার মনমানসিকতা থাকলে ইনশালস্নাহ আমরা ভালো করব।'

ব্যাটসম্যান হিসেবে মাহমুদউলস্নাহর প্রথম লক্ষ্য উইকেট বোঝা এবং এর সঙ্গে মানিয়ে নেওয়া, আর সেটা করতে পারলেই ভালো ফল আসবে, 'আমি যত দ্রম্নত সম্ভব উইকেটটা বোঝার চেষ্টা করি। উইকেটের বাউন্সটা মানিয়ে নেওয়ার চেষ্টা করি। কারণ এসব উইকেটে বাউন্সটা বরাবরই (বেশি) থাকে। তো উইকেটে গতিটা কেমন ওটা ধরা দরকার। বেসিক ক্রিকেটটা গুরুত্বপূর্ণ। নিজেদের মৌলিক কাজগুলো ঠিকমতো করতে পারলে ফল ভালো হবে।'

বোলারদের জন্যও কাজটা বেশ দুরূহ দেখছেন তিনি। তার মতে লেন্থের গুরুত্ব নিউজিল্যান্ডে সবচেয়ে বেশি, 'বোলারদের আমার কাছে সবচেয়ে চ্যালেঞ্জের মনে হয় ওদের প্রয়োগের ধাপটা কোন জায়গায় আছে। ওটা নিশ্চিত করা। তাদের ফ্রেম অফ মাইন্ড কেমন ওই জিনিসটা দেখা। কারণ এখানে লেন্থের ব্যাপারটা খুব জরুরি। কারণ লেন্থের একটু বেখেয়াল হলে হয়তোবা বাউন্ডারির সুযোগ বেড়ে যায়। আমাদের খেয়াল রাখতে হবে সহজে বাউন্ডারি যেন না দেই। এবং প্রপার লাইন লেন্থে ধারাবাহিকভাবে প্রয়োগ করতে পারি।'

২৪ ফেব্রম্নয়ারি নিউজিল্যান্ডে পৌঁছে কঠোর কোয়ারেন্টিনে আছে বাংলাদেশ দল। প্রথম ধাপে নিজেদের কক্ষেই আবদ্ধ থাকতে হয়েছিল। ধীরে ধীরে মেলে জিম ও মাঠে দুই ঘণ্টা করে অনুশীলনের সুযোগ। আর একদিন পর আরেক দফা কোভিড-১৯ পরীক্ষায় নেগেটিভ এলেই মুক্ত হবেন ক্রিকেটাররা। এরপর আর কোনো বলয়ে থাকতে হবে না। করতে পারবেন অবাধে চলাফেরা।

মাহমুদউলস্নাহ জানালেন, সব সুবিধা চমৎকার থাকায় এখন পর্যন্ত সময়টা বেশ উপভোগ্য, 'সবচেয়ে গুরুত্বপূর্ণ আমরা অনুশীলন করতে পারছি, উইকেটগুলোও খুব ভালো। যে দুই ঘণ্টা আমরা সময় পাচ্ছি পুরোটা সময় কাজে লাগানোর চেষ্টা করছি। উপভোগ করছি। আর একটা দিন কোয়ারেন্টিনের আছে। দোয়া করছি যেন সবার ফল নেগেটিভ আসে, তাহলে সবাই বাইরে যেতে পারব।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে