বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সবুজ দলকে উড়িয়ে ফাইনালে সালমার নীল

ক্রীড়া প্রতিবেদক
  ০৯ মার্চ ২০২১, ০০:০০
বঙ্গবন্ধু বাংলাদেশ গেমসে সিলেটে সোমবার সবুজ দলকে হারিয়ে ফাইনালে ওঠার পর সালমা খাতুনের নেতৃত্বাধীন নীল দলের খেলোয়াড়দের বাঁধভাঙা উচ্ছ্বাস -বিসিবি

বঙ্গবন্ধু বাংলাদেশ গেমসে মেয়েদের ক্রিকেট ইভেন্টে ফাইনাল নিশ্চিত করেছে সালমা খাতুনের নীল দল। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে সোমবার সবুজ দলকে ৯ উইকেটে উড়িয়ে দিয়েছে তারা। আসরের প্রথম ম্যাচে লাল দলকে ১০ উইকেটে গুঁড়িয়ে দিয়েছিল জাহানারা-সালমারা। তিন দলের প্রতিযোগিতার ফাইনাল আগামী শুক্রবার। তার আগে গত বুধবার লিগ পর্বের শেষ ম্যাচে মুখোমুখি হবে লাল-সবুজ। জয়ী দল নীলের বিপক্ষে খেলবে ১২ মার্চের ফাইনাল।

এবারের বাংলাদেশ গেমসে মেয়েদের ক্রিকেট হয়ে উঠেছে যেন উঠতি ক্রিকেটারদের মেলে ধরার মঞ্চ। প্রথম ম্যাচে ফারিহা তৃষ্ণার পর এবার বল হাতে চমক দেখালেন মুমতা হেনা হাসনাত। তার দুর্দান্ত বোলিংয়ে টানা দুই জয়ে ফাইনাল নিশ্চিত করল বাংলাদেশ নীল দল। মুমতা হেনার শিকার ১০ ওভারে ২২ রানে ৪ উইকেট। হয়েছেন ম্যাচসেরাও। বাংলাদেশ ইমার্জিং দলের হয়ে দুটি ম্যাচ খেললেও জাতীয় দলের হয়ে তার খেলা হয়নি এখনও।

সিলেটের গ্রিন উইকেটে সোমবার টস হেরে ব্যাট করতে নেমে ৩৯.৫ ওভার খেলে ৮৩ রানে গুটিয়ে যায় সবুজ দল। সর্বোচ্চ ১৯ রান করেন অধিনায়ক শারমিন সুলতানা। মুমতা হেনা ১০ ওভারে ২২ রানে নেন ৪ উইকেট। দুটি করে উইকেট নিয়েছেন নীলের অধিনায়ক সালমা ও জাহানারা আলম। আগের ম্যাচে ৬ শিকার করা ফারিহা তৃষ্ণা একটির বেশি উইকেট না পেলেও বোলিং করেছেন দারুণ। ৭ ওভারে দিয়েছেন মাত্র ৮ রান। মেডেন পেয়েছেন ৪টি।

ছোট লক্ষ্যে ব্যাট করতে নেমে নীল দলের ওপেনিং জুটিতে আসে ৫৮ রান। সানজিদা মেঘলার বলে বাঁহাতি ওপেনার মুর্শিদা খাতুন ২৪ রান করে নুজহাত টুম্পার হাতে ক্যাচ দিয়ে ফেরেন সাজঘরে। ফারজানা হক পিংকিকে নিয়ে বাকি পথ পাড়ি দেন আরেক ওপেনার শামীমা সুলতানা। ২২.৩ ওভারে নোঙর করে জয়ের বন্দরে। শামীমা ৩০ ও ফারজানা ২১ রানে অপরাজিত থাকেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে