শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সেঞ্চুরিতে বাংলাদেশকে জেতালেন নিগার

ক্রীড়া প্রতিবেদক
  ০৭ এপ্রিল ২০২১, ০০:০০
সেঞ্চুরি করার পর উচ্ছ্বসিত নিগার সুলতানা জ্যোতি -ওয়েবসাইট

অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির অপরাজিত শতকে বড় জয় পেয়েছে বাংলাদেশ ইমার্জিং নারী ক্রিকেট দল। পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজে দক্ষিণ আফ্রিকার ইমার্জিং দলের বিপক্ষে ৭ উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ল লাল-সবুজরা। বাংলাদেশ দলের অধিনায়ক নিগার সুলতানা ১০১ রানের অপরাজিত ইনিংস খেলে দলকে জিতিয়ে ম্যাচসেরা হয়েছেন। মঙ্গলবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রোটিয়াদের দেওয়া ১৯৭ রানের লক্ষ্য ২৭ বল বাকি থাকতেই টপকে যায় বাংলাদেশের নারী দল। এতে সিরিজে ২-০তে এগিয়ে গেল স্বাগতিকরা।

এদিন টস জেতার পর নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৯৬ রান সংগ্রহ করে সফরকারীরা। দক্ষিণ আফ্রিকার ইমার্জিং দলের হয়ে ওপেনার আন্দ্রি স্টেইন ৮০ রান করেন। আনেকা বসের ব্যাট থেকে আসে ৪২ রান। এ ছাড়া কেউই উলেস্নখযোগ্য রান করতে পারেননি। বাংলাদেশের জার্সিতে নাহিদা আখতার ও ঋতুমণি তিনটি করে উইকেট তোলেন। একটি উইকেট শিকার করেন সালমা খাতুন।

জবাবে ব্যাট হাতে ৮ বলে ৭ রানে ফিরে যান শারমিন সুলতানা। ২৫ বলে ২১ রান করেন আরেক ওপেনার মুর্শিদা খাতুন। অন্যদিকে ৩৭ বলে ১৫ রান করে বিদায় নেন ফারজানা হক। তবে একপ্রান্ত আগলে রেখে নিয়মিত রান তুলতে থাকেন নিগার সুলতানা। পঞ্চম উইকেটে রুমানা আহমদের সঙ্গে ১১৫ রানের জুটি গড়েন বাংলাদেশ ইমার্জিং দলের অধিনায়ক। ১৩৫ বলে ১০১ রানে অপরাজিত ছিলেন নিগার। ১১টি চারের মেরে ইনিংসটি সাজান তিনি। অন্যদিকে তার সঙ্গে ক্রিজে ছিলেন ৬৯ বলে ৪৫ রান করা রুমানা। শেষ পর্যন্ত তিন উইকেট হারিয়ে ৪৫.৩ ওভারে জয় তুলে নেয় বাংলাদেশের নারী দলটি। সেঞ্চুরি তুলে ম্যাচ সেরা হয়েছেন নিগার সুলতানা।

রোববার সিরিজের প্রথম ম্যাচে ৫৪ রানের জয় তুলেছিল স্বাগতিকরা। আগামী ৮ এপ্রিল তৃতীয় ম্যাচে নামবে দুই দল। ওই ম্যাচে জয় পেলেই ২ ম্যাচ হাতে রেখেই সিরিজ নিজেদের করে নেবে বাংলাদেশ ইমার্জিং দল।

সংক্ষিপ্ত স্কোর

দক্ষিণ আফ্রিকা ইমার্জিং নারী দল : ৫০ ওভারে ১৯৬/৮ (স্টেইন ৮০, সিরলি ৭, সাঙ্গাস ৪, ক্রিস্টি ০, বোস ৪২, ফে ১৫, সিনালো ৭, জোন্স ১৬*, অ্যান্ড্রুস ৪, উইন্সটার ০; সালমা ১/২৩, নাহিদা ৩/৩৫, রিতু ৩/২৫)।

বাংলাদেশ ইমার্জিং নারী দল : ৪৫.৩ ওভারে ১৯৭/৩ (মুর্শিদা ২১, শামীমা ৭, নিগার ১০১*, ফারজানা ১৫, রুমানা ৪৫*; মাথে ১/৩৬, অ্যান্ড্রুস ১/৩৩, বোস ১/৩১)।

ফল : বাংলাদেশ ইমার্জিং নারী দল ৭ উইকেটে জয়ী।

ম্যাচসেরা : নিগার সুলতানা।

সিরিজ : ৫ ম্যাচের সিরিজে ২-০ তে এগিয়ে বাংলাদেশের মেয়েরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে