বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ইউরোপায় সেমির পথে ম্যানইউ

ক্রীড়া ডেস্ক
  ১০ এপ্রিল ২০২১, ০০:০০

উয়েফা ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে বৃহস্পতিবার রাতে মুখোমুখি হয় স্প্যানিশ ক্লাব গ্রানাডা ও ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড। গ্রানাডার মাঠে এই ম্যাচে ২-০ গোলের জয় পায় ম্যানইউ। এই জয়ে সেমিফাইনালের পথে এগিয়ে থাকলো ইংল্যান্ডের ক্লাবটি। রাতের অপর ম্যাচে ইংল্যান্ডের আরেক ক্লাব আর্সেনাল হোঁচট খেয়েছে। স্স্নাভিয়া প্রাগের বিপক্ষে যোগ করা সময়ের লক্ষ্যভেদে ১-১ গোলের ড্র নিয়ে মাঠ ছেড়েছে গানাররা। গ্রানাডা হারলেও স্পেনের আরেক ক্লাব ভিলারিয়ালও শেষ চারের লড়াইয়ে ভালোভাবেই টিকে আছে। তারা ১-০ গোলে হারিয়েছে ডায়নামো জাগরেভকে। আর আয়াক্সকে ২-১ গোলে হারিয়ে সেমির পথে এক ধাপ এগিয়ে গেল রোমা।

লা লিগায় এমনিতে নবম স্থানে আছে গ্রানাডা। মাত্র দুই মৌসুম আগেও তারা খেলতে দ্বিতীয় বিভাগে। এবার সুযোগ পেয়েই কোয়ার্টার ফাইনালে খেলছে। তবে নিজেদের মাঠে সাধ্যমতো চেষ্টা করেছে। কিন্তু ওলেগানার ?শুলসারের ম্যানইউ তাদের সেই সুযোগ সেভাবে দেয়নি। ৪-২-৩-১ ফরমেশনে শুরু থেকে বলের পজেশনে এগিয়ে থেকে গোল আদায় করে নিয়েছে পল পগবা-গিয়ারা। ম্যাচের ২৭ মিনিটে ম্যানইউ গোল পেতে পারত। রাশফোর্ডের শট ক্রস বারের বাইরে দিয়ে যায়। পরের মিনিটে গ্রানাডা আক্রমণে উঠেও গোল করতে পারেনি। কেনেডির শট ক্রসবারের অনেক ওপর দিয়ে যায়। ৩১ মিনিটে ম্যানইউ কাঙ্ক্ষিত গোলের দেখা পায় ২৩ বছর বয়সি ইংলিশ ফরোয়ার্ডের নৈপুণ্যে। লিন্ডেলফের লং পাস থেকে প্রতিপক্ষের সীমানায় ঢুকে রাশফোর্ড গোলকিপার রুই সিলভার ডান দিক দিয়ে লক্ষ্যভেদ করেন। ৮৯ মিনিটে ম্যানইউ ব্যবধান দ্বিগুণ করেন ব্রম্ননো ফার্নান্দেজ। শেষতক ২-০ গোলে জিতে মাঠ ছেড়েছে ইংল্যান্ডের ঐতিহ্যবাহী দলটি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে