সাম্পাওলিকে ধুয়ে দিলেন ম্যারাডোনা

প্রকাশ | ০২ জুলাই ২০১৮, ০০:০০

ক্রীড়া ডেস্ক
ফ্রান্সের কাছে শনিবার শেষ ষোলোতে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিতেই যেন বিস্ফোরণ হলো ম্যারাডোনার সব রাগ-ক্ষোভের। আর তার সব তীরের নিশানা কোচ হোহের্ সাম্পাওলি। তিনি যা বললেন তার সারমমর্, সাম্পাওলির কারণেই এবারের বিশ্বকাপ থেকে আজেির্ন্টনার এমন করুণ বিদায় হলো কোয়াটার্র ফাইনালেরও আগে। ফরাসিদের বিপক্ষে আক্রমণে লিওনেল মেসি, আনহেল ডি মারিয়া ও ক্রিশ্চিয়ান পাভনকে দিয়ে আক্রমণ সাজানোতেই যে সবর্নাশ হয়েছে সেটা চোখে আঙুল দিয়ে দেখালেন ম্যারাডোনা, ‘খুব খারাপ লাগছে এই কারণে যে আরও একটি বিশ্বকাপে আজেির্ন্টনা ধারাবাহিক দল খেলাতে পারল না। কিন্তু ওটা অবশ্য বোঝা গিয়েছিল ফরমেশন দেখেই। আমরা দেখলাম পাভন, মেসি ও ডি মারিয়াকে দিয়ে ফ্রান্সের ডিফেন্সে আক্রমণ করার পরিকল্পনা করা হয়েছে।’ ম্যাচে খারাপ করেননি ডি মারিয়া, দলকে সমতায় ফেরানো গোলটি করেছেন তিনিই। আরেক প্রান্তে পাভন ছিলেন কিছুটা ম্রিয়মাণ। এমন আক্রমণভাগ নিয়ে ক্ষুব্ধ ম্যারাডোনা। সাম্পাওলির কৌশলের ভুল ধরিয়ে দিয়ে তিনি বলেছেন, ‘আমি জানি না তারা ওইখানের জন্য কি না, চাপ দেয়ার, পেনাল্টি এরিয়ার, সেন্টার ব্যাক ভাঙার মতো। হ্যঁা, এটা ঠিক তারা খেলা তৈরি করতে জানে কিন্তু মোটেও তারা ফরোয়াডর্ না।’ ভুল কৌশল। একাদশের ধারাবাহিকতা রাখতে না পারা। ভুল সময়ে ভুল সিদ্ধান্ত। ভুল দলের বিপক্ষে ভুল খেলোয়াড় নামানো, এসব নিয়ে ম্যারাডোনা বলেন, ‘এখানে মাঠে খেলার বদলে আমরা যেন সিনেমা করতে এসেছিলাম। কারণ শেষ পযর্ন্ত আমরা মৃত্যুর ঘোষণাই দেখলাম। এটা সত্যি এই কারণে যে আজেির্ন্টনা অসতকর্তার সঙ্গে ফ্রান্সকে আক্রমণ করতে গিয়ে কিনা এমবাপেকে আরও জায়গা করে দিল। ও ক্যানিজিয়ার শুরুর সময়ের মতো গতিময়।’ ম্যারাডোনার মতে, আজেির্ন্টনা ৪-৩ গোলে হারলেও ওটা ম্যাচের আসল কথাটা বলছে না। কারণ, ফল সবসময় খেলার সত্যিকারের কথা বলে না। এখানেও সাম্পাওলিকে টেনে এনে বলেছেন, ‘ফ্রান্স আধিপত্য দেখিয়ে খেলেছে। আর সেটা সম্ভব হয়েছে সাম্পাওলি আক্রমণের মতো মাঝমাঠ ও ডিফেন্সে ভারসাম্য রাখার মতো দল মাঠে নামাতে ব্যথর্ হয়েছেন। আক্রমণ কীভাবে করতে হয় তাই আমরা বুঝছিলাম না, আর ওরা সবই করেছে। পাভনকে মাঝে রাখা হলেও ফ্রান্স তাকে থোরাই কেয়ার করেছে।’