শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বসুন্ধরায় কাতারের ফুটবলার ওবাইদ

ক্রীড়া প্রতিবেদক
  ১৩ এপ্রিল ২০২১, ০০:০০
ওবাইদ রহমান নওয়াব

বসুন্ধরা কিংসে যোগ হচ্ছেন একজন প্রবাসী বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার। ওবাইদ রহমান নওয়াব নামে এই ফুটবলার কাতারের বিখ্যাত এসপায়ার অ্যাকাডেমিতে খেলার পর কাতারের শীর্ষ লিগের দল আল দুহাইল এফসির রিজার্ভ দলে খেলেছেন। এবার তাকে দেখা যাবে কিংসের জার্সিতে। দৈনিক যায়যায়দিনকে বিষয়টি নিশ্চিত করেছেন দলের মিডিয়া ম্যানেজার আহমেদ শায়েক।

২০০৬ সালে পরিবারের সঙ্গে কাতারে পাড়ি জমান বাংলাদেশি বংশোদ্ভূত ওবাইদ রহমান। সেখানে খেলেন এসপায়ার অ্যাকাডেমিতে। এসপায়ারে থাকা অবস্থাতেই সুযোগ পেয়েছিলেন কাতারের অনূর্ধ্ব ১৬ ও অনূর্ধ্ব ১৯ বয়সভিত্তিক জাতীয় দলে। সেখান থেকে কাতারের শীর্ষ লিগের দল আল দুহাইল এফসির রিজার্ভ দলে সুযোগ পান এই মিডফিল্ডার কাম উইঙ্গার। পরে ২০১৯-২০ মৌসুমে ক্লাবটির মূল দলে জায়গা করে নিয়ে দুটি ম্যাচও খেলেন। আল দুহাইলে থাকাকালে গত রাশিয়া বিশ্বকাপের রানার আপ ক্রোয়েশিয়ার সুপারস্টার মানজুকিচ খেলেছেন একই দলে। জুভেন্টাসের সাবেক এই ফুটবলারের সঙ্গে অনুশীলন থেকে শুরু করে ড্রেসিং রুম শেয়ার করেছেন ওবাইদ। ট্রায়ালের মাধ্যমে এই ফুটবলারকে মনে ধরেছে প্রিমিয়ার লিগের শীর্ষ ক্লাবটির। বাংলাদেশের ফেনীতে জন্ম নেওয়া এই প্রবাসী ফুটবলার ইতোমধ্যে অনুশীলনও শুরু করে দিয়েছেন দলের সঙ্গে। এ বিষয়ে জানতে চাইলে কিংসের মিডিয়া ম্যানেজার আহমেদ শায়েক বলেছেন, 'ট্রায়ালে তার খেলা পছন্দ হয়েছে ম্যানেজম্যান্টের। কোচ অস্কারও তাকে বেশ পছন্দ করেছেন। সে এখন দলের সঙ্গে ট্রেনিং করছে।'

এএফসি কাপে ওবাইদকে দেখা যাবে কিনা জানতে চাইলে শায়েক বলেছেন, 'কোচ তার খেলা দেখেছেন। মনে হচ্ছে সে এএফসি কাপে খেলতে পারবে।'

সবকিছু ঠিক থাকলে লিগের দ্বিতীয় পর্বে কিংসের জার্সিতে দেখা যাবে এই ফুটবলারকে। এএফসি কাপে এবার কিংস খেলবে গ্রম্নপ 'ডি'তে। যেখানে তারা সরাসরি অংশ নেবে। তাই লিগের পাশাপাশি এএফসি কাপে ভালো ফল করতে তারা দ্বিতীয় পর্বে দলের শক্তি আরও বাড়িয়ে নিচ্ছে। ওবাইদের পাশাপাশি আরও দুই বাংলাদেশি প্রবাসী ফুটবলার তারিক কাজী ও মাহাদী খেলছে কিংসের জার্সিতে। সম্প্রতি বাংলাদেশের নাগরিকত্ব পাওয়া এলিটা কিংসলের সঙ্গে ইতোমধ্যে অনুশীলন শুরু করেছেন ২২ বছর বয়সী এই ফুটবলার। প্রিমিয়ার লিগের দ্বিতীয় পর্বে তাই আরও শক্তিধর হিসেবেই আবির্ভূত হতে যাচ্ছে সাম্প্রতিক সময়ের কাগজ-কলমের বিগ বাজেটের দলটি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে