শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

হরভজনের চোখে সাকিব চ্যাম্পিয়ন খেলোয়াড়

ক্রীড়া ডেস্ক
  ১৪ এপ্রিল ২০২১, ০০:০০

অনেকদিন ধরেই ছিলেন প্রতিপক্ষ। তবে এবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) সাকিব আল হাসান ও হরভজন সিং খেলছেন একই দলে। তাই বাংলাদেশি অলরাউন্ডারকে নিয়ে মন্তব্য করতে গিয়ে ভারতের সাবেক এ স্পিনার বললেন, সাকিব একজন চ্যাম্পিয়ন খেলোয়াড়, বাংলাদেশের কিংবদন্তি।

এবার ফের সাকিবকে দলে ফিরিয়েছে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। সঙ্গে প্রথমবারের মতো হরভজনকে নিয়ে তারা। কেকেআরের হয়ে ড্রেসিংরুম শেয়ার করছেন সাকিব-হরভজন। চলতি মৌসুমে নিজেদের প্রথম ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে একাদশেও ছিলেন দুজন। মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে কলকাতা। এ ম্যাচের আগে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেছেন হরভজন। সেখানে সাকিব প্রসঙ্গে তিনি বলেছেন, 'সাকিব একজন চ্যাম্পিয়ন খেলোয়াড়। আপনি জানেন সে তার দেশ ও আইপিএলসহ প্রতিনিধিত্ব করা অন্য দলের হয়েও দারুণ করছে। ড্রেসিংরুম শেয়ার করার জন্য সে অসাধারণ একজন। বাংলাদেশের একজন কিংবদন্তি।'

এবারের আইপিএলে প্রথম ম্যাচে ঠিক নিজেকে মেলে ধরতে পারেননি সাকিব। বল হাতে ১ উইকেট নিলেও এ বাঁ-হাতি খরচ করেন ৩৪ রান। ব্যাটিংয়ে শেষদিকে নেমে ইনিংস বড় করার সুযোগ পাননি সাকিব। ৫ বলে ৩ রান করে ইনিংসের শেষ বলে আউট হন তিনি। তবে সাকিবের প্রতি কলকাতার আস্থা রয়েছে তা মনে করিয়ে দিয়েছেন হরভজন, 'সাকিব তার দলের হয়ে দারুণ পারফর্ম করেন। সে দারুণ একজন মানুষও, আমি তার জন্য শুভকামনা জানাই। কেবল আইপিএলই নয় ভবিষ্যতে যেখানেই সে যাক সে যেন ভালো খেলেন। আমি আশা করি সে বাংলাদেশ ও কেকেআরের জন্য ভালো কিছুই করবেন।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে