আবারও অসহায়দের পাশে সাবিনারা

প্রকাশ | ১৬ এপ্রিল ২০২১, ০০:০০

ক্রীড়া প্রতিবেদক
সাহায্যের হাত বাড়িয়ে দিলেন সাবিনা আক্তারসহ বেশ কয়েকজন নারী ফুটবলার। প্রথম রমজানেই নিজ এলাকা সাতক্ষীরায় ১২০টি পরিবারকে খাদ্যসামগ্রী উপহার দিয়েছেন জাতীয় নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা আক্তারসহ বেশ কয়েকজন নারী ফুটবলার। গত বছরের মার্চে বাংলাদেশে শুরু হয়েছিল করোনার প্রথম ধাপ। এরপর দিন দিন করোনার প্রকোপ ছড়িয়ে পড়লে সাড়া দেশে লকডাউন ঘোষণা করা হয়। ফলে বিপদে পড়ে যায় দিন এনে দিনে খাওয়া মানুষগুলো। তাই তো গত বছরের এই কঠিন সময়ে সমাজের বিভিন্ন স্তরের মানুষ এসব অসহায় ও নিম্নবিত্ত পরিবারের পাশে এসে দাঁড়িয়েছিল। যার যতটুকু সামর্থ্য ছিল সে ততটুকুই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল। জাতীয় নারী ফুটবল দলের সাবিনা খাতুনও এর বাইরে ছিলেন না। নিজের সামর্থ্যের যতটুকু পেরেছিলেন ততটুকু দিয়েই সাহায্য করেছিলেন এই নারী ফুটবলার। আবারও দেশে লকডাউন চলছে। এদিকে শুরু হয়েছে পবিত্র মাহে রমজান। বিপদে পড়েছে নিম্নবিত্ত মানুষগুলো। তাই আবারও নিজ এলাকার অসহায় মানুষদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিলেন এই নারী ফুটবলার। সাথে পেয়েছেন আরও বেশ কয়েকজন নারী ফুটবলারকে। তাদের ছোট ছোট সাহায্যের মাধ্যমে বড় সাহায্য হয়ে দাঁড়িয়েছে। এ বিষয়ে সাবিনা আক্তার বলেন, 'আমরা কয়েকজন মিলে এই উদ্যোগ নিয়েছি। এই কঠিন সময়ে অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর জন্য। নিজেদের যতটুকু সামর্থ্য আছে সেখান থেকেই সাহায্য করার চেষ্টা করছি। এই উপহার সামগ্রী প্রদানে আমার পাশে এসে দাঁড়িয়েছে আরও বেশ কয়েকজন নারী ফুটবলার। তারা হলেন- আফরিদা খন্দকার প্রান্তি, নওশন জাহান নিতি, মিসরাত জাহান মৌসুমী, আঁখি খাতুন, নার্গিস, সিরাত জাহান স্বপ্না। এছাড়াও আমি পাশে পেয়েছি আমার বন্ধু নাজমুল হোসেন অতুলকে। আমার বড় বোন আমাদের পক্ষ থেকে এই উপহার প্রদান করেছেন।' দেশের এই কঠিন সময়ে সাবিনা আক্তারদের মতো আমাদের সবারই এগিয়ে আসা উচিত।