বাবরের সেঞ্চুরিতে প্রোটিয়াদের উড়িয়ে দিল পাকিস্তান

প্রকাশ | ১৬ এপ্রিল ২০২১, ০০:০০

ক্রীড়া ডেস্ক
সেঞ্চুরি করায় বাবর আজমকে অভিনন্দন জানাচ্ছেন মো. রিজওয়ান -ওয়েবসাইট
মাঠে নামার আগেই সুখবরটা পেয়েছিলেন বাবর আজম। তিন বছরেরও বেশি সময় ধরে শীর্ষস্থান দখল করে থাকা ভারতীয় অধিনায়ক বিরাট কোহলিকে হটিয়ে দিয়েছেন তিনি। তাতে যেন আত্মবিশ্বাসটা আরও বেড়ে যায় পাকিস্তান অধিনায়কের। জেরটা ভালোভাবেই টের পেল দ্বিতীয় সারির দক্ষিণ আফ্রিকা। বাবরের সেঞ্চুরিতে তাদের উড়িয়ে দিয়েই সিরিজে এগিয়ে গেল সফরকারী দলটি। বুধবার সেঞ্চুরিয়ানে দক্ষিণ আফ্রিকাকে ৯ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে পাকিস্তান। আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ২০৩ রানের বিশাল সংগ্রহই করেছিল প্রোটিয়ারা। বাবর ও রিজওয়ানের ব্যাটে সে লক্ষ্য হয়ে যায় মামুলী। ১২ বল বাকী থাকতে মাত্র ১ উইকেট হারিয়েই জয়ের বন্দরে পৌঁছায় বাবর আজমের দল। টি ২০ তে এটাই পাকিস্তানের সবচেয়ে বেশি রান তাড়া করে জয়ের রেকর্ড। চার ম্যাচের এ সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেল তারা। মূলত দারুণ ছন্দে থাকা দুই ব্যাটসম্যান রিজওয়ান ও বাবরের ব্যাটেই জয় পায় পাকিস্তান। এ দুই ব্যাটসম্যান ওপেনিং জুটিতেই এনে দেন ১৯৭ রান। জয় থেকে মাত্র ৭ রান দূরে থাকতে লিজাদ উইলিয়ামসের বলে ব্যাটের কানায় লাগলে উইকেটরক্ষকের হাতে ধরা পড়েন বাবর। ততোক্ষণে জয় স্বাদ যেন পেয়ে যায় পাকিস্তান।