সংবাদ সংক্ষেপ

প্রকাশ | ২২ এপ্রিল ২০২১, ০০:০০

অনলাইন ডেস্ক
স্বর্ণজয়ী অ্যাথলেটরা পুরস্কারের টাকা পাননি ম ক্রীড়া প্রতিবেদক দেশের জার্সি গায়ে জড়িয়ে মাঠ কিংবা কোর্টে নামেন রোমান সানা-মাবিয়ারা। তারা সারাবিশ্বে লাল-সবুজের প্রতিনিধিত্বকারী। নানা দেশ ঘুরে পদক নিয়ে আসেন বাংলাদেশের মাটিতে। বিদেশের মাটিতে গৌরবে পতাকা তুলে ধরেন। যার সবচেয়ে বড় উদাহরণ সবশেষ ২০১৯ এসএ গেমসে স্বর্ণজয়। সেবার গেমসে ২০টি স্বর্ণপদক জিতে ইতিহাস রচনা করেছিল বাংলাদেশ। দেড় বছর পার হয়েছে। কিন্ত প্রতিশ্রম্নতি রক্ষা করেনি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। এসএ গেমসে স্বর্ণজয়ী অ্যাথলেটদের দেওয়া হয়নি প্রতিশ্রম্নত ৬ লাখ টাকা। করোনা মহামারিতে খেলা না থাকায় আর্থিক সংকটে অ্যাথলেটরা। শিগগিরই তাদের প্রাপ্য অর্থ দেওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন মন্ত্রণালয়ের কাছে। অ্যাথলেটদের চাওয়া বিবেচনা করে শিগগিরই টাকা দেওয়ার আশ্বাস মন্ত্রণালয়ের। স্বর্ণজয়ী প্রত্যেক অ্যাথলেটকে ৬ লাখ টাকা অর্থ পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছিল যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। কিন্তু প্রায় দেড় বছর পার হলেও স্বর্ণ জয়ের আর্থিক পুরস্কার পাননি মাবিয়া-প্রিয়া-জিয়ারুল-দিপু চাকমা-রোমান সানারা। করোনা মহামারিতে এই টাকা পেলে নিজেদের সমস্যা অনেকটাই সমাধান হতো বলে মনে করেন এই অ্যাথলেটরা। বিপদের দিনে পাওনা অর্থের জন্য আকুতি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের কাছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় শিগগিরই অর্থ পরিশোধের আশ্বাস দেন। স্বর্ণজয়ী ছাড়া, রৌপ্য ও ব্রোঞ্জজয়ীদেরও আর্থিক পুরস্কার দেওয়ার কথা জানিয়েছিল মন্ত্রণালয়। সেটাও এখনো পাননি অ্যাথলেটরা। অ্যাথলেটে পুরস্কারের অর্থ পাওয়ার ব্যাপারে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের উপ মহাসচিব ও দেশবরেণ্য ক্রীড়া সংগঠক আশিকুর রহমান মিকু যায়যায়দিনকে বলেন, 'বাংলাদেশকে বিশ্ব দরবারে তুলে ধরে ক্রীড়াবিদরা। তাই তাদের পুরস্কারের অর্থ আশা করি পেয়ে যাবে। করোনাকাল এবং অন্যান্য পরিস্থিতির কারণে হয়তো তাদের প্রাপ্য টাকা দেওয়া হয়নি। আশা করি আনুষ্ঠানিকভাবেই তাদের হাতে তুলে দেওয়া হবে এই অর্থ-পুরস্কার।'