বায়ার্নের টানা নবম শিরোপা

প্রকাশ | ১০ মে ২০২১, ০০:০০

ক্রীড়া ডেস্ক
বুন্দেসলিগায় শনিবার বরুসিয়া মগস্নাডবাখের বিপক্ষে বড় জয় নিয়ে শিরোপা উৎসব করছেন বায়ার্নের খেলোয়াড়রা -ওয়েবসাইট
বরুসিয়া ডর্টমুন্ডের মাঠে হেরে গেল আরবি লিপজিগ। তাতে বুন্দেসলিগায় টানা নবমবারের মতো চ্যাম্পিয়ন হলো বায়ার্ন মিউনিখ। মাঠে নামার আগেই শিরোপা নিশ্চিত হওয়ার খবর। উপলক্ষটা দারুণ এক জয়ে রাঙাল বায়ার্ন মিউনিখ। রবার্তো লেভানদোভস্কির হ্যাটট্রিকে বরুসিয়া মগস্নাডবাখকে উড়িয়ে দিল বুন্দেসলিগার রেকর্ড চ্যাম্পিয়নরা। নিজেদের ঘরের মাঠ আলিয়াঞ্জ অ্যারেনায় শনিবার রাতে লিগ ম্যাচটি ৬-০ গোলে জিতেছে স্বাগতিকরা। তাদের বাকি তিন গোলদাতা টমাস মুলার, কিংসলে কুমান ও লেরয় সানে। একই রাতের প্রথম ম্যাচে লিপজিগ হেরে যাওয়ায় শিরোপা ধরে রাখার আনন্দে মাঠে নামে বায়ার্ন। টানা নবম ও সব মিলিয়ে রেকর্ড ৩১ বার জার্মানির শীর্ষ লিগে চ্যাম্পিয়ন হলো মিউনিখের দলটি। গত জানুয়ারিতে প্রথম দেখায় বরুসিয়া মগস্নাডবাখের মাঠে শুরুতে দুই গোলে এগিয়ে গিয়ে শেষ পর্যন্ত ৩-২ ব্যবধানে হেরেছিল বায়ার্ন। সেই প্রতিপক্ষকে এবার গোল বন্যায় ভাসাল হান্স ফ্লিকের দল। আর গোল উৎসবের শুরু ম্যাচের দ্বিতীয় মিনিটে। বাঁ থেকে দাভিদ আলাবার পাস ডি-বক্সে ডানদিকে পেয়ে কোনাকুনি শটে দলকে এগিয়ে নেন লেভানদোভস্কি। আর ২৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন মুলার, জার্মান ফরোয়ার্ডের নিচু শট একজনের পায়ে লেগে একটু উঁচু হয়ে জালে জড়ায়। ৩৪ মিনিটে দারুণ নৈপুণ্যে ব্যবধান আরও বাড়ান লেভানদোভস্কি। ছয় গজ বক্সের বাইরে থেকে অ্যাক্রোবেটিক শটে কাছের পোস্ট দিয়ে ঠিকানা খুঁজে নেন তিনি। আর ৪৪ মিনিটে লেভানদোভস্কির পাস পেয়ে কোনাকুনি শটে স্কোরলাইন ৪-০ করেন কিংসলে কোমান। বিরতির আগেই জয় প্রায় নিশ্চিত হয়ে যায় বায়ার্নের। ৬৫ মিনিটে সফল স্পট কিকে হ্যাটট্রিক পূরণ করেন লেভানদোভস্কি। ডি-বক্সে মগস্নাডবাখের ফ্লোরিয়ান নেহাসের হাতে বল লাগলে পেনাল্টিটি পায় বায়ার্ন। এবারের লিগে লেভানদোভস্কির গোল হলো ৩৯টি। বাকি দুই ম্যাচে আর এক গোল করলে গতবারের বর্ষসেরা ফুটবলার স্পর্শ করবেন বুন্দেসলিগায় জার্ড মুলারের এক আসরে সর্বোচ্চ গোলের রেকর্ড। ১৯৭১-৭২ মৌসুমে ৪০ গোল করেছিলেন জার্মান কিংবদন্তি। ১০ মিনিট পর বহিষ্কার হন বায়ার্নের তঁগি নিয়ানজু। ব্রিল এমবোলোকে ফাউল করায় ফরাসি এই ডিফেন্ডারকে প্রথমে হলুদ কার্ড দেখিয়েছিলেন রেফারি। ভিএআরের সাহায্যে পরে দেখান লালকার্ড। প্রতিপক্ষের একজন কম থাকার সুযোগ অবশ্য নিতে পারেনি সফরকারীরা। উল্টো ৮৫ মিনিটে ব্যবধান আরও বড় করেন সানে। ৩২ ম্যাচে ২৩ জয় ও পাঁচ ড্রয়ে চ্যাম্পিয়ন বায়ার্নের পয়েন্ট ৭৪। রাতের প্রথম ম্যাচে বরুসিয়া ডর্টমুন্ডের মাঠে ৩-২ গোলে হারা লিপজিগের পয়েন্ট ৬৪। ৪ পয়েন্ট কম নিয়ে তিন নম্বরে আছে ভলফসবুর্ক। চার নম্বরে বরুসিয়া ডর্টমুন্ডের পয়েন্ট ৫৮।