শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করল পাকিস্তান

ক্রীড়া ডেস্ক
  ১১ মে ২০২১, ০০:০০

ইনিংস ব্যবধানে হার প্রায় নিশ্চিত হয়ে গিয়েছিল আগের দিনই। শেষ উইকেটে জিম্বাবুয়ে লড়ছিল কেবল হারের ব্যবধান কমাতে। চতুর্থ সকালে স্বাগতিকদের সেই লড়াই টেকেনি বেশিক্ষণ। বিশাল জয়ে টেস্ট সিরিজে প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করল সফরকারী পাকিস্তান। হারারে স্পোর্টস ক্লাবে দ্বিতীয় টেস্টে সোমবার জিম্বাবুয়েকে ইনিংস ও ১৪৭ রানে হারিয়েছে বাবর আজমের দল।

দলটির বিপক্ষে এটিই পাকিস্তানের সবচেয়ে বড় জয়। প্রথম টেস্টও তারা জিতেছিল ইনিংস ব্যবধানে। ৫১০ রানে প্রথম ইনিংস ঘোষণার পর জিম্বাবুয়েকে ১৩২ রানে গুটিয়ে দেয় পাকিস্তান। ফলো অন করিয়ে দলটিকে দ্বিতীয় ইনিংসে ২৩১ রানে থামিয়ে দুই টেস্টের সিরিজটি ২-০তে জিতে নিল সফরকারীরা। আবিদ আলির ডাবল সেঞ্চুরি, আজহার আলির সেঞ্চুরি ও বোলার থেকে ব্যাটসম্যান বনে যাওয়া নুমান আলির নার্ভাস নাইন্টিজে স্বাগতিকদের আগেই রানের পাহাড়ের নিচে রেখেছিল পাকিস্তান। এরপর বাকি কাজটা সারেন বোলাররা।

রীতিমতো ইতিহাস গড়েন তারা। আগের দিনের ৯ উইকেটে ২২০ রান নিয়ে ব্যাট করতে নামা স্বাগতিকরা এদিন আর টিকতে পেরেছে আর পাঁচ ওভার। স্কোরবোর্ডে রান যোগ করতে পারে আর ১১। শাহিন শাহ আফ্রিদির বলে রিজওয়ানের হাতে ক্যাচ তুলে সাজঘরমুখী হন লুক জংবি।

সংক্ষিপ্ত স্কোর

পাকিস্তান প্রথম ইনিংস :৫১০/৮ ডি.

জিম্বাবুয়ে প্রথম ইনিংস :১৩২

জিম্বাবুয়ে দ্বিতীয় ইনিংস :২৩১ (ফলোঅন)

ফলাফল :পাকিস্তান ইনিংস ও ১৪৭ রানে জয়ী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে