বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

জুভেন্টাসকে উড়িয়ে তিনে এসি মিলান

ক্রীড়া ডেস্ক
  ১১ মে ২০২১, ০০:০০

মৌসুমটা ভুলে যেতে চাইবে জুভেন্টাস। টানা দশম সিরি'আতে শিরোপার খোঁজে ছিল তারা। কিন্তু এখন লিগ শিরোপা তো হাতছাড়া হয়েছেই। শীর্ষ চারে থেকে চ্যাম্পিয়ন্স লিগে খেলার সুযোগটাও পড়ে গেছে শঙ্কায়। উল্টো চার থেকে তাদের ছিটকে দিয়ে ২০১৪ সালের পর প্রথমবার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ খেলার স্বপ্নে বিভোর এসি মিলান। রোববার রাতে জুভেন্টাসকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে পয়েন্ট টেবিলের তিন উঠেছে মিলান।

ইতালিয়ান লিগ টেবিলের অবস্থা এখন এমন-৩৫ ম্যাচে ৭২ পয়েন্ট নিয়ে তিনে উঠে এসেছে এসি মিলান। সমান ম্যাচে ৭০ পয়েন্ট নিয়ে চারে আছে নাপোলি। আর ৬৯ পয়েন্ট নিয়ে পাঁচে নেমে গেছে ক্রিশ্চিয়ানো রোনালদোর জুভেন্টাস। তাদের ম্যাচ এখনো বাকি আছে তিনটি। যার মধ্যে আবার শিরোপাজয়ী ইন্টারের সঙ্গে ম্যাচও রয়েছে। তাইতো এই অবস্থায় বাকিদের পয়েন্ট হারানোর আশায় থাকতে হচ্ছে জুভেন্টাসকে! ম্যাচের শুরুতে প্রথমার্ধের আগেই গোল হজম করেছে জুভেন্টাস। ব্রাহিম দিয়াজের বাঁকানো শটে সফরকারীরা স্কোর করে ১-০।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে