বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

প্যারিস ও টোকিওর প্রস্তুতি মিশনে রোমান সানারা

ক্রীড়া প্রতিবেদক
  ১২ মে ২০২১, ০০:০০
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন বাংলাদেশ আর্চারি ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজীব উদ্দীন আহমেদ চপল -সৌজন্য

২০১৯ সালের ডিসেম্বরে এসএ গেমসের পর আন্তর্জাতিক প্রতিযোগিতায় নেই বাংলাদেশের আরচ্যাররা। এক বছরের বেশি সময় পর আন্তর্জাতিক আরচ্যারিতে ফিরছেন রোমান সানারা। সুইজারল্যান্ডের লুজানে আরচ্যারি বিশ্বকাপ খেলতে যাচ্ছেন তারা। ২২ জুন প্যারিসে আরেকটি বিশ্বকাপ ও অলিম্পিক বাছাই রয়েছে। সেই টুর্নামেন্টের প্রস্তুতির জন্যই মূলত এই চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ বাংলাদেশের। এই আসরে অংশগ্রহণে সহযোগিতা করছে সিটি গ্রম্নপ (তীর)।

বাংলাদেশের জার্মান কোচ ফ্রেডরিক মার্টিন বলেন, 'প্যারিস থেকে আরেকটি অলিম্পিক কোটা পেস্নসের সুযোগ রয়েছে। অনেক প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ বিষয় এরপরও আমরা চেষ্টা করব ও আশা করছি। প্যারিস চ্যাম্পিয়নশিপের আগে আমরা সুইজারল্যান্ড থেকে আরচ্যারদের প্রস্তুত করতে চাই।'

টোকিও অলিম্পিক নিশ্চিত করেছেন আরচ্যার রোমান সানা। রিকার্ভ এককে খেলবেন তিনি। আসন্ন প্যারিস বিশ্বকাপ বাছাইয়ে রিকার্ভ পুরুষ দলগত, মহিলা দলগত ও মহিলা ব্যক্তিগত ইভেন্টে কোটা পেস্নসের সুযোগ আছে। তাত্ত্বিকভাবে তিন ইভেন্টে বাংলাদেশের সুযোগ থাকলেও জার্মান কোচ বাস্তবিকভাবে দুই ইভেন্টের জন্য চেষ্টা করবেন, 'আমরা প্রথমবারের মতো মহিলা দলগত ইভেন্টে বিশ্বকাপে অংশগ্রহণ করব।'

প্যারিসে কোটা পেস্নস নিশ্চিত না হলেও ওয়াইল্ড কার্ডেও খেলার সুযোগ থাকবে মহিলা ব্যক্তিগত ইভেন্টে। মহিলা ইভেন্টে কেউ ওয়াইল্ড কার্ড পেলে রোমান সানার সঙ্গে মিশ্র ইভেন্টেও অংশ নিতে পারবেন। ফলে তখন আরচ্যারিতে বাংলাদেশের আরেকটি ইভেন্ট বাড়বে।

রোমান সানা বাংলাদেশ গেমস এবং জাতীয় আরচ্যারি চ্যাম্পিয়নশিপে আশানুরূপ ফল না করতে পারলেও কোচের বাজি রোমানকে ঘিরেই, 'সে বাংলাদেশের সেরা আরচ্যার। চ্যাম্পিয়নশিপে প্রথম না হলেও তার পয়েন্ট অনেক ভালো ছিল।'

সুইজারল্যান্ডে অলিম্পিক কোটা পেস্নস নিশ্চিত হওয়ার সুযোগ না থাকলেও কোচ ও ফেডারেশন কর্তাদের প্রত্যাশা আরচ্যারদের নিজ নিজ সেরা স্কোরকে অতিক্রম করা।

ফেডারেশনের সভাপতি লে. জেনারেল (অব:) মইনুল ইসলাম বলেন, 'সিটি গ্রম্নপকে ধন্যবাদ জানাই। তাদের পৃষ্ঠপোষকতার জন্য আমরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করা সম্ভব হচ্ছে। এই চ্যাম্পিয়নশিপের মাধ্যমে আরচ্যাররা নিজেদের আরো উন্নতি করার সুযোগ পাবে।' বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনে আয়োজিত সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের কর্মকর্তা রুবাইয়াৎ আহমেদ।

বাংলাদেশ আরচ্যারি দল

ডেলিগেশন অফিসিয়াল : কাজী রাজিব উদ্দিন আহমেদ চপল।

হেড কোচ : ফ্রেডরিক মার্টিন

কোচ : জিয়াউল হক।

পুরুষ আরচ্যার : রাম কৃষ্ণ সাহা, রোমান সানা, হাকিম আহমেদ রুবেল, তামিমুল ইসলাম, অসীম কুমার দাস (কম্পাউন্ড )।

মহিলা আরচ্যার: বিউটি রায়, দিয়া সিদ্দিকী, মেহনাজ আক্তার মনিরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে