৩০০০ ডলার কোয়ারেন্টিন ব্যয় মোহামেডান কোচের

প্রকাশ | ১২ মে ২০২১, ০০:০০

ক্রীড়া প্রতিবেদক
অস্ট্রেলিয়ান সরকারের নিয়ম-নীতির জন্য ৩ হাজার ডলার কোয়ারেন্টিন খরচ গুনতে হয়েছে ঢাকা মোহামেডানের ক্রিকেট কোচ শেন লি'র। তিনি গোল্ড কোস্টের বাসিন্দা হলেও কোয়ারেন্টিন করেছেন অ্যাডিলেডে। অস্ট্রেলিয়া সরকার করোনাভাইরাস ইসু্যতে খুবই কঠোর অবস্থানে। ভারতে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে অংশ নেওয়া তারকা ক্রিকেটাররা সরকারের আরোপিত বিধি-নিষেধের জন্য অস্ট্রেলিয়ায় যেতে পারছেন না। মালদ্বীপে ১৪ দিন কোয়ারেন্টিন করে তারা অস্ট্রেলিয়ায় রওয়ানা হবেন। অন্য রাজ্যে কোয়ারেন্টিন করার কারণ সম্পর্কে মোহামেডানের কোচ বলেন, '১৩ এপ্রিল মধ্য রাত থেকে বাংলাদেশের আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ। ১৩ এপ্রিল দুপুরে অ্যাডিলেডের টিকিট পাই। তাই অ্যাডিলেডে এসে পড়ি।' ১৪ দিন কোয়ারেন্টিনের সময় সম্পর্কে বলেন, 'অনেক কড়াকড়ি ছিল। হোটেল কক্ষের বাইরে যাওয়ার তেমন অনুমতি ছিল না। ১৪ দিনে থাকা খাওয়া বাবদ ৩ হাজার ডলার (অস্ট্রেলিয়ান) খরচ হয়েছে।' এত খরচ হলেও যে কাজে গিয়েছেন সেই কাজ অবশ্য হয়েছে। বাংলাদেশের ভিসা নবায়ন হয়েছে তার। এই প্রসঙ্গে শেন বলেন, 'অ্যাডিলেডে ১৪ দিন থেকে গোল্ডকোস্টে আসি। এখান থেকেই ক্যানবেরাতে (অস্ট্রেলিয়ায় বাংলাদেশের দূতাবাস) ভিসার জন্য আবেদন করি। কয়েকদিন আগে ভিসা পেয়েছি।' মোহামেডান স্পোর্টিং ক্লাবের কোচ শেন লি ব্রিটিশ হলেও অস্ট্রেলিয়ায় বসবাস করেন। ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া উভয় দেশের পাসপোর্ট রয়েছে তার। স্ত্রী অস্ট্রেলিয়ায় থাকায় তিনি অস্ট্রেলিয়ান পাসপোর্ট ব্যবহার করছেন এখন। বাংলাদেশের ভিসার মেয়াদ শেষ হয়ে আসছিল শেনের।