বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আসছে বাঁশের ব্যাট

ক্রীড়া ডেস্ক
  ১২ মে ২০২১, ০০:০০

ক্রিকেট ব্যাট তৈরিতে পরিচিত নাম উইলো গাছ। এই গাছের কাঠ দিয়েই বিশ্বের বেশিরভাগ ব্যাট তৈরি হয়। তবে উইলো কাঠ ছেড়ে এবার বাঁশের তৈরি ব্যাটে সম্ভাবনা দেখা শুরু করেছেন বিশেষজ্ঞরা। ইংল্যান্ডের ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের দুই গবেষক বেন টিঙ্কলার ডেভিস ও ড. দারশিল শাহ উদ্ভাবন করেছেন বাঁশের তৈরি ব্যাট। তাদের দাবি, ল্যামিনেটেড বাঁশের এ ব্যাট কাঠের ব্যাটের তুলনায় শুধু সহজলভ্যই না, ২২ শতাংশ বেশি মজবুত। তবে এই ব্যাট দিয়ে খেলা হবে কিনা তা নির্ভর করছিল ক্রিকেটের আইন প্রণেতা মেরিলেবোন ক্রিকেট ক্লাবের (এমসিসি) ওপর। অবশেষে সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থাটি। তারা এক বিবৃতিতে জানিয়েছে, ক্রিকেট ব্যাট তৈরিতে উইলোর পরিবর্তে বাঁশের ব্যবহার ক্রিকেটের আইন পরিপন্থি। যদি এটি করতে হয় তবে আইন বদলে দিতে হবে।

এমসিসি জানায়, 'বর্তমান আইনের ৫, ৩, ২ ধারা অনুযায়ী ক্রিকেট ব্যাটের বেস্নড অবশ্যই কাঠের তৈরি হতে হবে। যদি কাঠের পরিবর্তে বাঁশের ব্যবহার করা হয় তবে আইনে পরিবর্তন আনতে হবে।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে