দুবাই টেস্ট

হার এড়াতে লড়ছে অস্ট্রেলিয়া

প্রকাশ | ১১ অক্টোবর ২০১৮, ০০:০০

ক্রীড়া ডেস্ক
হাফসেঞ্চুরির পর ওসমান খাজা
যেন প্রথম ইনিংসের পাÐুলিপিটা আবারও রচনা করতে চলেছে অস্ট্রেলিয়া। দুবাই টেস্টে পাকিস্তানের করা ৪৮২ রানের জবাবে প্রথম ইনিংসে বিনা উইকেটে ১৪২ রান তুলে ফেলেছিল অজিরা। এরপর টিম পেইনের দলে মড়ক লাগতে শুরু করে। পাকিস্তানি পেসার মোহাম্মদ আব্বাসের পর আসিফ বিলালের ঘূণিের্ত ২০২ রানেই থেমে যায় তারা। পাকিস্তানের ছুড়ে দেয়া ৪৬২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দ্বিতীয় ইনিংসেও উদ্বোধনী জুটিতে ৮৭ রান তুলে ফেলে অজিরা। কিন্তু আব্বাসের বোলিং তোপে দৃশ্যপট দ্রæতই পাল্টে গেল। দারুণ খেলতে থাকা অ্যারন ফিঞ্চকে ব্যক্তিগত ৪৯ রানে ফিরিয়ে শুরু আব্বাসের। এরপর এক রানের ব্যবধানে মাশর্ ভ্রাতৃদ্বয়কেও তুলে নিয়েছেন এই পেসার। উইকেটে এসে দুই বল টিকেছেন শন মাশর্, মিচেল মাশর্ চার বল! দুই ভাইয়ের কেউই রানের খাতা খুলতে পারেননি। আব্বাস ঝড়ে এলোমেলো অস্ট্রেলিয়াকে গোছানোর চেষ্টা করেন উসমান খাজা। ট্রাভিস হেডকে নিয়ে দিনের বাকিটা সময় পার করে দিয়েছেন তিনি। চতুথর্ দিন শেষে ৩ উইকেটে ১৩৬ রান তুলেছে অস্ট্রেলিয়া। খাজা (৫০*) আর হেড ৩৪ রানে অপরাজিত আছেন। দুবাই টেস্টে জিততে পাকিস্তানের দরকার এখন ৭ উইকেট। অপরদিকে, হার এড়াতে চাইলে অস্ট্রেলিয়াকে টিকে থাকতে হবে তিন সেশন। আর জয়ের জন্য প্রয়োজন ৩২৬, যা টেস্টের পঞ্চম দিনে অসম্ভবই বলা যায়। এর আগে ৩ উইকেটে ৪৫ রান নিয়ে তৃতীয় দিন শেষ করেছিল পাকিস্তান। চতুথর্ দিনের প্রথম সেশনে আর কোনো বিপদ হতে দেননি ইমাম উল হক-হারিস সোহেল। দুজনে মিলে যোগ করেন মূল্যবান ৬৫ রান। ইমাম ৪৮ রানে ফিরিয়ে জুটি ভাঙেন জন হল্যান্ড। পরের ওভারে হারিস সোহেলকেও হারিয়ে বসে পাকিস্তান। ল্যাবুশানের বলে এলবির ফঁাদে পড়ার আগে তিনি করেন ৩৯ রান। এরপর ষষ্ঠ উইকেটে ৭১ রানের আরেকটি জুটি গড়েন আসাদ শফিক-বাবর আজম। শফিক (৪১) ফেরার পরই ১৮১ রানে দ্বিতীয় ইনিংস ঘোষণা করেন অধিনায়ক সরফরাজ আহমেদ। অপরাজিত ছিলেন। অস্ট্রেলিয়ার পক্ষে হল্যান্ড ৩টি এবং নাথান লায়ন নেন ২টি উইকেট।