সংবাদ সংক্ষেপ

প্রকাশ | ০৩ জুলাই ২০১৮, ০০:০০

অনলাইন ডেস্ক
পুতিনের ফোনে বদলে গেল রাশিয়া? ক্রীড়া ডেস্ক শেষ ষোলোর লড়াইয়ে রোববার রাতে মাঠে নেমেছিল ২০১০ সালের বিশ্বকাপজয়ী স্পেন ও স্বাগতিক রাশিয়া। দুই দলের মধ্যে ফেভারিট নিধার্রণের ক্ষেত্রে এগিয়ে ছিল স্পেনই। কিন্তু ১২০ মিনিট হাড্ডাহাড্ডি লড়াই শেষে টাইব্রেকারে জয় হয় রাশানদেরই। তারা নিশ্চিত করে শেষ আট। শক্তিশালী স্পেনকে হারানোর রহস্য কি রাশিয়ার? নকআউট পবের্র লড়াইয়ের আগে রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন ফোন করেছিলেন দলটির কোচকে। ফোন পেয়েই কি দলটি উৎসাহিত হয়ে স্পেনকে হারানোর রসদ খুঁজে পেল? স্বাগতিক রাশিয়া ও ফেভারিট স্পেনের লড়াইটি ছিল জমজমাট। এই ম্যাচ দিয়েই দেখা গেল এবারের বিশ্বকাপের প্রথম টাইব্রেকার, যার মাধ্যমে রাশিয়া ৪-৩ গোল ব্যবধানে ম্যাচ জিতে নিশ্চিত করে পরের রাউন্ড। স্পেনের বিপক্ষে মাঠের লড়াইয়ের আগে রাশিয়া কোচ স্তানিসলাভ চেরচেশেভের ফোন পেয়েছিলেন দেশটির প্রেসিডেন্ট পুতিনের। দলটিকে ম্যাচে জয়ের ব্যাপারে উৎসাহিত করেছেন তিনি। মস্কো ক্রেমলিন মুখপাত্র পেসকোভ বলেন, ‘প্রেসিডেন্ট পুতিন রাশিয়ার কোচকে ম্যাচের আগে শুভেচ্ছা জানিয়েছেন। তিনি কোচ স্তানিসলাভ চেরচেশেভের ওপর সন্তুষ্ট। কারণ, এই কোচের অধীনে রাশিয়া অসম্ভবকে সম্ভব করেছে। তাই যদি তার দল স্পেনকে হারাতে নাও পারে, কোচের জবাবদিহির ব্যাপারে কেউ প্রশ্ন তুলবে না।’ পুতিন রাশিয়ার ম্যাচ দেখার জন্য মস্কো স্টেডিয়ামে আসেননি। এবং এখনো নিশ্চিত না, তিনি কোয়াটার্র ফাইনাল ম্যাচ দেখার জন্য স্টেডিয়ামে আসবেন কি না। ফিফা র?্যাংকিংয়ে এই টুনাের্মন্টে সবচেয়ে পিছিয়ে আছে রাশিয়া। র?্যাংকিংয়ে তাদের অবস্থান ৭০। তবে তারা সামথের্্যর চেয়েও বেশি অজর্ন করে ফুটবল দুনিয়াকে অবাক করে দিচ্ছে। আগামী শনিবার সোচিতে শেষ আটের লড়াইয়ে ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে রাশিয়া। লিভারপুলে পঁাচ বছরের চুক্তি সালাহর ক্রীড়া ডেস্ক লিভারপুলের সঙ্গে নতুন করে পঁাচ বছরের চুক্তি করেছেন মোহাম্মদ সালাহ। চুক্তি অনুযায়ী ২০২৩ পযর্ন্ত অলরেডদের সঙ্গে থাকবেন মিসরীয় সুপারস্টার। ইংলিশ ক্লাবে রেকডর্ গড়া এক মৌসুম শেষ করার পর রিয়াল মাদ্রিদসহ বিশ্বের বেশ কয়েকটি বড় ক্লাব তার দিকে নজর দেয়। নানা গুঞ্জনের মধ্যেই তার নতুন চুক্তির খবর এল। নতুন চুক্তি অনুযায়ী সপ্তাহে দুই লাখ ইউরো বেতন পাবেন সালাহ। সেই সঙ্গে এই চুক্তিতে কোনো ‘রিলিজ ক্লজ’ রাখা হয়নি। চুক্তির বিষয়ে লিভারপুলের ওয়েবসাইটে দেয়া এক বিবৃতিতে কোচ ইয়ুগের্ন ক্লপ বলেছেন, ‘এই সংবাদটা আমি এইভাবে দেখি, গত মৌসুমে দলের জন্য এবং ক্লাবের জন্য প্রচুর অবদান রাখায় একজন খেলোয়াড়কে পুরস্কৃত করা হয়েছে।’ ক্লপ আরও বলেন, ‘এই চুক্তি দুটি বিষয়কে খুব স্পষ্টভাবে দেখাচ্ছে, এক লিভারপুলের প্রতি তার বিশ্বাস এবং দুই তার ওপর আমাদের বিশ্বাস।’ ৩৬.৯ মিলিয়ন পাউন্ডে রোমা থেকে লিভারপুলে যোগ দিয়ে গত মৌসুমে ৫২ ম্যাচে ৪৪ গোল করেন সালাহ। তার পারফরম্যান্সে ভর করেই চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠে লিভারপুল। হতাশাজনক বিশ্বকাপ শেষে বতর্মানে নিজ দেশ মিসরে ছুটি কাটাচ্ছেন সালাহ।