ফুটবল বিশ্বকাপ বাছাইপর্ব

ওমানের বিপক্ষে ভালো কিছুর প্রত্যাশা

প্রকাশ | ১৩ জুন ২০২১, ০০:০০

ক্রীড়া প্রতিবেদক
কাতার বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচের আগে বাংলাদেশ ফুটবল দলের অনুশীলন -ফাইল ফটো
বিশ্বকাপ বাছাই পর্বে ১৫ জুন ওমানের মুখোমুখি হবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। কাতারে দোহার 'জসিম বিন হামাস' স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ১১টা ১০ মিনিটে শুরু হবে ম্যাচটি। এই ম্যাচে ভালো কিছু করার পরিকল্পনা বাংলাদেশের। কিন্তু বাস্তবতা বলছে ভিন্ন কথা।র্ যাংকিংয়ে দুই দলের পার্থক্য আকাশ-পাতাল। ওমানের বর্তমানর্ যাংকিং ৮০, যেখানে বাংলাদেশের ১৮৪। প্রতিপক্ষ যখন ১০৪ ধাপ এগিয়ে। তাদের সঙ্গে লড়াইটা অসম হবে- এটাই স্বাভাবিক। এর মধ্যে বাংলাদেশ দলের মধ্যমাঠ ফাঁকা। ইনজুরি আর কার্ডের ধাক্কাটা গিয়ে আঘাত হেনেছে লাল-সবুজদের মধ্যমাঠেই। প্রথম দুই ম্যাচে মূল একাদশে থাকা গুরুত্বপূর্ণ বেশির ভাগ ফুটবলারই থাকছেন না ওমান ম্যাচে। তারপরও প্রত্যাশা একটু ভালো খেলার। হাতে সময় থাকায় শনিবার একটু বিশ্রাম মিলেছে ফুটবলারদের। এদিন কোনো অনুশীলন ছিল না জাতীয় দলের। ফুটবলাররা জিম করেছেন ব্যক্তিগত ভাবে। দলের ম্যানেজার ইকবাল হোসেন বলেছেন, 'কাতারে শনিবার বাংলাদেশ দলের কোনো অনুশীলন ছিল না। ফুটবলারদের বিশ্রাম দেওয়া হয়েছে। তারা নিজেদের মতো করে জিমে অংশ নিয়েছে। দলের সব ফুটবলারই সুস্থ আছে। মাসুক মিয়া জনিকে আমরা রেখে দিয়েছি। যেহেতু আমাদের ফুটবলার সংকট আছে, আমরা চেষ্টা করছি ওর রিকভারি করার জন্য।আগামীকাল (আজ) আমাদের আবার অনুশীলন আছে। সকালে জিম, বিকালে হবে অনুশীলন।' ইকবাল জানান, হোটেলে থাকলেও খুব সাবধানে থাকছেন দলের ফুটবলাররা। নিয়মিতই কোভিড পরীক্ষা করানো হচ্ছে বাংলাদেশ দলের ফুটবলারদের, 'কাতারে আসার পর এ পর্যন্ত ৪ বার আমরা কোভিড টেস্ট করিয়েছি। প্রত্যেকবারই নেগেটিভ এসেছে। আগামীতে হয়তো আরও এক-দুইবার আমাদের কোভিড টেস্ট করাতে হবে।' ওমান কঠিন প্রতিপক্ষ হলেও তাদের বিপক্ষে ভালো কিছু উপহার দিতে কঠোর পরিশ্রম করে যাচ্ছে জাতীয় দল এমনটাই জানালেন ফরোয়ার্ড মতিন মিয়া, 'আজকে আমাদের বিশ্রাম ছিল। সবাই যে যার মতো বিশ্রাম নিয়েছি। জিম করেছি। শুক্রবার আমরা খুব ভালো ট্রেনিং করেছি। বল পজিশন, সেটপিস এগুলো নিয়ে কোচ কাজ করেছেন। সবাই কঠোর পরিশ্রম করছি। ইনসালস্নাহ ১৫ তারিখে একটা ভালো ম্যাচ খেলবো সবাই।' মতিন জানালেন কোচ জেমি'ডে ওমানের ম্যাচ দেখে পরিকল্পনা সাজাচ্ছেন,'আমরা শুক্রবারও তাদের খেলা দেখেছি সবাই মিলে। কোচ আমাদের ম্যাচ নিয়ে অনেক কাজ দিয়েছেন। সবাই সেগুলো করছি, যাতে ওমানের বিপক্ষে ভালো ফুটবল উপহার দিতে পারি।' প্রথম লেগে ওমানের বিপক্ষে এ্যাওয়ে ম্যাচে ৪-১ গোলে হেরে গিয়েছিল বাংলাদেশ দল। দ্বিতীয় লেগের ম্যাচটি ঢাকার মাটিতে খেলার কথা থাকলেও কোভিড পরিস্থিতির কারণে এই ম্যাচ সহ তিনটি হোম ম্যাচ কাতার গিয়ে খেলতে হচ্ছে জেমির শিষ্যদের। তাই হোম ম্যাচ হলেও ঘরের মাঠের সুবিধা আদায় করতে পারছে না বাংলাদেশ দল।