বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ফরাসি ওপেনের নতুন রানী ক্রেইচিকোভা

ক্রীড়া ডেস্ক
  ১৪ জুন ২০২১, ০০:০০

ফরাসি ওপেনের নারী এককে নতুন চ্যাম্পিয়নের দেখা মেলা রীতিমতো নিয়ম হয়ে দাঁড়িয়েছে। এবারে সেটা ঘটা অবধারিতই ছিল। কারণ প্রতিযোগী দু'জনই প্রথমবারের মতো কোনো গ্র্যান্ড স্স্নামের ফাইনালে জায়গা করে নিয়েছিলেন। আর সেই লড়াইয়ে আনাস্তাসিয়া পাভলিউচেঙ্কোভাকে হারিয়ে প্রতিযোগিতার সেরার মুকুট জিতেছেন বারবোরা ক্রেইচিকোভা। রোলাঁ গারোঁয় শনিবার রাতে শিরোপা নির্ধারণী ম্যাচে শেষ হাসি হেসেছেন চেক প্রজাতন্ত্রের ক্রেইচিকোভা। ২৫ বছর বয়সি অবাছাই এই খেলোয়াড় জিতেছেন ২-১ সেটে। তিনি ৬-১, ২-৬ ও ৬-৪ গেমে হারিয়েছেন রাশিয়ার ২৯ বছর বয়সি পাভলিউচেঙ্কোভাকে। তাইতো ক্লে কোর্টের আসরের ফাইনালে হয়েছে জমজমাট দ্বৈরথ। প্রথম সেটে হারের পর দ্বিতীয় সেটে ঘুরে দাঁড়িয়েছিলেন ৩১তম বাছাই পাভলিউচেঙ্কোভা। তবে শেষ সেটে ফের নিজেকে মেলে ধরে জয় তুলে নেন ক্রেইচিকোভা। বলাই বাহুল্য, এটি তার প্রথম গ্র্যান্ড স্স্নাম।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে