আন্তর্জাতিক রেটিং দাবায় মাত্র একজন গ্র্যান্ডমাস্টার!

প্রকাশ | ১৬ জুন ২০২১, ০০:০০

ক্রীড়া প্রতিবেদক
ওয়ালটন আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতার গতকাল মঙ্গলবার জাতীয় ক্রীড়া পরিষদের পুরনো ভবনে শুরু হয়েছে। দেশের পাঁচ গ্র্যান্ডমাস্টারের মধ্যে মাত্র একজন এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করছেন। আর ওই গ্র্যান্ডমাস্টার হচ্ছেন জিয়াউর রহমান। অন্যান্য আন্তর্জাতিক মাস্টার, বেশ কয়েকজন ক্যান্ডিডেট মাস্টারসহ ১২১ খেলোয়াড় এ ইভেন্টে অংশ নিচ্ছেন। প্রতিযোগিতার বিজয়ীদের দুই লাখ টাকা অর্থ পুরস্কার ও ওয়ালটন সামগ্রী পুরস্কার দেওয়া হবে। এদিন ওয়ালটন গ্রম্নপের নির্বাহী পরিচালক ও গেমস ও ওয়েলফেয়ার বিভাগের প্রধান এফএম ইকবাল বিন আনোয়ার (ডন) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। বাংলাদেশ দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবউদ্দিন শামীম, যুগ্ম সম্পাদক মাসুদুর রহমান মলিস্নক, সাবেক খেলোয়াড় ও বর্তমানে সংগঠক মাহমুদা হক চৌধুরী মলি এ সময় উপস্থিত ছিলেন।