সহজাত খেলাটাই খেলতে চান রাব্বি

আমি আমার মতোই খেলব, যদি সুযোগ পাই। আমি কার সাথে খেলছি এটা বড় না। কি খেলছি এটাই বড়। আমার একটাই লক্ষ্য আমি যেটা পারি সেটাই নিজের মতো করে চেষ্টা করব

প্রকাশ | ১৬ অক্টোবর ২০১৮, ০০:০০

ক্রীড়া প্রতিবেদক
দুবাইয়ে এশিয়া কাপের ফাইনাল খেলে দেশে ফেরার পর দেড় সপ্তাহ বিশ্রাম শেষে আবারও ব্যাট-বল হাতে মাঠে নেমে পড়েছে বাংলাদেশ ক্রিকেট দল। জিম্বাবুয়ে সিরিজেকে সামনে রেখে সোমবার সকালে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুশীলন ক্যাম্প শুরু করেছে মাশরাফি বিন মতুর্জার দল। স্কিল অনুশীলনের মধ্য দিয়ে নতুন মিশন শুরু করেছে বাংলাদেশ। শেরেবাংলার মূল মাঠের পাশাপাশি ইনডোর আউটার এবং ইনডোরে স্কিল অনুশীলন করছেন স্কোয়াডে ডাক পাওয়া ১৫ ক্রিকেটার। সোমবার সকাল ৯টা থেকে ১২টা ৩০ পযর্ন্ত চলে স্কিল অনুশীলন। এরপর এক ঘণ্টার বিরতি। তারপর ফিল্ডিং এবং জিম সেশনে ব্যস্ততা কাটিয়েছে টাইগাররা। আসন্ন জিম্বাবুয়ে সিরিজে বাংলাদেশ শিবিরে একমাত্র নতুন মুখ ফজলে রাব্বি। জাতীয় দলের অনুশীলন ক্যাম্প লক্ষ্য করেই সোমবার সকাল সকালই এ ওপেনার চলে আসেন মিরপুরে। তার জন্য এদিন সত্যিই অন্যরকম। কেননা দীঘর্ ১৫ বছর ধরেই তো এমন একটা সকালের অপেক্ষায় ছিলেন বরিশালের এ ক্রিকেটার। জাতীয় দলে প্রথম সুযোগ পেয়ে নিজের মতো করে খেলার কথা জানিয়েছেন ফজলে রাব্বি। সোমবার অনুশীলনের মধ্য বিরতিতে গণমাধ্যম কমীের্দর জানালেন তার প্রতিক্রিয়া, ‘জাতীয় দলের ক্যাম্পে প্রথম এসে আমি খুব উপভোগ করছি।’ জিম্বাবুয়ে সিরিজে নিজের লক্ষ্য নিয়ে ফজলে রাব্বি বলেন, ‘আমার একদমই আন্তজাির্তক ক্রিকেট খেলার অভিজ্ঞতা নেই। আমি জানি না জিম্বাবুয়ে, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া বা অন্য কোনো দলের সঙ্গে খেলা কেমন হয়। আমি আমার মতোই খেলব, যদি সুযোগ পাই। আমি কার সাথে খেলছি এটা বড় না। কি খেলছি এটাই বড়। আমার একটাই লক্ষ্য আমি যেটা পারি সেটাই নিজের মতো করে চেষ্টা করব।’ ২০০৪ সালে প্রতিযোগিতামূলক ক্রিকেট শুরু করেছিলেন বতর্মানে ৩০ বছর ছেঁায়া ফজলে রাব্বি। শুরু থেকেই জাতীয় দলে খেলার স্বপ্ন পুষে আসছিলেন তিনি। কিন্তু কিছুতেই সেই স্বপ্ন পূরণ হচ্ছিল না। অনেক চড়াই উতরাই পার করে অবশেষে মিলল সুযোগ। ১৩-১৪ বছর পর ঘরোয়া লিগে খেলার পর জাতীয় দলে সুযোগ পেয়ে ফজলে রাব্বি জানালেন, ‘জাতীয় দলের সুযোগ পাওয়ার পর আমার কাছে নতুন কোন অনুভ‚তি কাজ করছে না। আমার শুধু মনে হচ্ছে এতদিন যেভাবে খেলে এসেছি, জাতীয় দলের হয়ে এবার একই ভাবে খেলবো।’ এই বঁাহাতি ব্যাটিং অলরাউন্ডারকে দলে রাখা হয়েছে আঙুলে চোটাক্রান্ত সাকিব আল হাসানের বদলি হিসেবে। সাকিবের দায়িত্বটা পালন করার জন্য রাব্বি কতটা প্রস্তুত? রাব্বি জানালেন, ‘সাকিব ভাইয়ের জায়গা আর কারো নেয়া সম্ভব না। আমি মূলত ব্যাটিং অলরাউন্ডার, আমি ব্যাটিং করতে ভালোবাসি, পাশাপাশি দলের প্রয়োজনে আমি বোলিং করতে পারব। দলের প্রয়োজনে আমার সামথর্্যটুকু দিতে পারব, তবে অবশ্যই সাকিব ভাইয়ের জায়গা নিয়ে নয়।’ ক্রিকেট থেকে নিজেকে সরিয়ে নেয়ার ই”চ্ছা, সেখান থেকে ফিরে জাতীয় দলে সুযোগ পাওয়া সম্পকের্ রাব্বি বলেন, ‘আমি এক সময় ক্রিকেট থেকে সরেই দঁাড়িয়েছিলাম এই ভেবে যে, ক্রিকেটে সামনের দিকে এগুতে পারছি না, আবার পড়ালেখাও শেষ হয়ে এসেছে। অন্য কোনো পেশায় ঢুকে পড়ার পরিকল্পনা নিয়েছিলাম। আমার আপনজন ও বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ারও করেছিলাম। কিন্তু এক পযাের্য় মনে হয় আমি ক্রিকেট ছেড়ে থাকতে পারব না, খেলার মাঠ ছেড়ে দেয়া আমার পক্ষে সম্ভব নয়। তাই আমি আবার নতুন করে শুরু করি, খেলায় আরও বেশি মনোযাগী হলাম।’ নিজের ফিটনেস নিয়ে বলেন, ‘ফিটনেসটা মূলত প্রিমিয়ার লিগে খেলার কারণে ঠিক রয়েছে। আরও একটু ভালো হলে ৭০০-৮০০ রান হতে পারত। ওই সময় লিগের পারফরমেন্স দেখেই আমাকে জাতীয় এ দলে ডাকা হয়েছিল। ওই ক্যাম্পই আমার জন্য অনেক কাজে দিয়েছে। আমি নিজের খাবার দাবার নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছি। ওজন কমিয়েছি। ওখানেই ফিটনেস ট্রেনিংটা যথাযথ ভাবে হয়েছে বলে আমি নিজেকে গড়ে তুলতে পেরেছি।’ রাব্বি আরও বলেন, ‘বয়স নিয়ে যে কথা বলা হচ্ছে, সেটা নিয়ে আমি চিন্তা করছি না। আমি যদি ফিট থাকি, আমার যদি পারফরমেন্স থাকে তাহলে বয়স কোন ফ্যাক্টর হবে বলে আমার মনে হয় না।’ জাতীয় দলে খেলতে এসে চাপহীন থাকতে চান রাব্বি, ‘আমি তো জাতীয় দলের হয়ে খেলিনি। খেললে বোঝা যেতো যে কতটুকু চাপ আসে। আমি চাপ নিয়ে কিছু ভাবি না।’