ঢাকায় জিম্বাবুয়ে ক্রিকেট দল

প্রকাশ | ১৭ অক্টোবর ২০১৮, ০০:০০

ক্রীড়া প্রতিবেদক
বাংলাদেশের সঙ্গে পূণার্ঙ্গ সিরিজ খেলতে মঙ্গলবার সকালে হযরত শাহজালাল আন্তজাির্তক বিমানবন্দরে পা রাখে জিম্বাবুয়ে জাতীয় ক্রিকেট দল Ñবাংলানিউজ
বাংলাদেশের বিপক্ষে তিন ওয়ানডে ও দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ঢাকায় পৌঁছেছে জিম্বাবুয়ে ক্রিকেট দল। মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে এমিরেটস এয়ারলাইন্সের একটি বিমানে তারা হযরত শাহজালাল আন্তজাির্তক বিমানবন্দরে অবতরণ করে। সফরকারীরা সবাই অবশ্য একসঙ্গে আসেননি। ২৬ সদস্যের মধ্যে ২৩ জন প্রথম বহরে রাজধানীতে পা রেখেছেন। আফগানিস্তান প্রিমিয়ার লিগে খেলা থাকায় দলের সঙ্গে আসতে পারেননি বাকি তিনজন। তবে মঙ্গলবার রাতেই তাদের ঢাকায় পেঁৗছানোর কথা। সময়টা ভালো যাচ্ছে না জিম্বাবুয়ের। সদ্যই দক্ষিণ আফ্রিকার মাটিতে সিরিজ শেষ করেছে তারা। সেখান থেকেই বাংলাদেশে এসেছে দলটি। চলতি মাসের ২১ অক্টোবর মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে বাংলাদেশের মুখোমুখি হবে জিম্বাবুয়ে। এরপর দুই ম্যাচের টেস্ট সিরিজ রয়েছে। ওয়ানডের আগে সফরকারীরা খেলবে ৫০ ওভারের একটি প্রস্তুতি ম্যাচ। সাভারে সে ম্যাচটি হবে ১৯ অক্টোবর। ১৭ নভেম্বর জিম্বাবুয়ে ক্রিকেট দল ঢাকা ছাড়বে।