জিয়া-সাজেদুলের দিন

প্রকাশ | ১৭ অক্টোবর ২০১৮, ০০:০০

ক্রীড়া প্রতিবেদক
কখনো বল হাতে দলের মূল স্ট্রাইক বোলার, আবার কখনো ব্যাট হাতে হাল ধরছেন। খুলনা বিভাগের হয়ে এভাবেই নিজের দায়িত্ব পালন করে যাচ্ছেন জিয়াউর রহমান। মঙ্গলবার ছুয়েছেন এক মাইলফক। প্রথম শ্রেণির ক্রিকেটে ৪ হাজার রান পূণর্ করেছেন এই অলরাউন্ডার। জিয়ার মাইলফলকের দিনে উজ্জল ছিলেন রংপুর বিভাগের বোলার সাজেদুল ইসলাম। জিয়ার দল খুলনার বিপক্ষেই ৬ উইকেট নিয়েছেন তিনি। তবে আক্ষেপে পুড়েছেন ঢাকা মেট্রোর জাবিদ হোসেন। নড়বড়ে নম্বইয়ে আউট হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে প্রথম সেঞ্চুরির স্বাদ নেয়া হয়নি তার। জাতীয় লিগের তৃতীয় রাউন্ডের দ্বিতীয় দিন শেষে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে ঢাকা মেট্রোর থেকে ১০০ রানে পিছিয়ে রয়েছে চট্টগ্রাম বিভাগ। ঢাকা মেট্রোর ২৮৭ রানের জবাবে ৬ উইকেটে ১৮৭ রান তুলেছে তারা। আরেক ম্যাচে খুলনা বিভাগের ৩০৪ রানের জবাবে ৪ উইকেট হারিয়ে ২০০ রান তুলে দ্বিতীয় দিন শেষ করেছে রংপুর। ১০৪ রানে পিছিয়ে থেকে আজ তৃতীয় দিনে ব্যাটিং শুরু করবে তারা। এদিকে, মাঠ প্রস্তুত না হওয়ায় দ্বিতীয় দিনেও শহীদ আব্দুর রব সেরনিয়াবাত স্টেডিয়ামে গড়ায়নি বরিশাল ও রাজশাহী বিভাগের মধ্যকার প্রথম স্তরের খেলা। কক্সবাজারেও দ্বিতীয় স্তরের ঢাকা ও সিলেট বিভাগের খেলাটি প্রথম দিনের পর দ্বিতীয় দিনেও পরিত্যক্ত হয়েছে। এদিন মাইলফলক থেকে ৩৯ রানে পিছিয়ে থেকে ব্যাটিংয়ে নামেন আগের ম্যাচের সেঞ্চুরিয়ান জিয়া। দলের বিপযের্য়র মুখে এই ম্যাচেও হাফসেঞ্চুরি করেন তিনি। আউট হয়েছেন ৫৩ রান করে। তাতেই প্রথম শ্রেণির ক্রিকেটে ১০৮ ম্যাচ খেলে ৪ হাজার রানের মাইলফলক ছুঁয়েছেন তিনি। তবে জিয়ার মাইলফলক ছোয়া দিনটি খুব সুখকর হয়নি খুলনার। ৭ উইকেটে ২৭২ রান নিয়ে দিন শুরু করা দলটি মঙ্গলবার মাত্র ৩২ রান যোগ করেই ৩০৪ রানে অলআউট হয়েছে। মূলত সাজেদুল ইসলামের দারুণ বোলিংয়েই বেশিদূর এগোয়নি খুলনার ইনিংস। রংপুরের এই পেসার ৮১ রানে নিয়েছেন ৬ উইকেট। বাংলাদেশের হয়ে তিনটি টেস্ট খেলা ৩০ বছর বয়সি এই বঁাহাতি প্রথম শ্রেণির ক্রিকেটে পঞ্চমবারের মতো পঁাচ উইকেট পেলেন। সাজেদুলের গড়ে দেয়া মঞ্চে দঁাড়িয়ে ভালোই জবাব দিচ্ছে রংপুরের ব্যাটসম্যানরা। ৪ উইকেটে ২০০ রান তুলে দ্বিতীয় দিন শেষ করেছে তারা। জাহিদ জাবেদ ৬৪ রানে ফেরেন। সোহরাওয়াদীর্ শুভ ৪৭* রানে ব্যাট করছেন। বগুড়ায় দ্বিতীয় স্তরের ম্যাচে চট্টগ্রামের বিপক্ষে ৭৯ রান নিয়ে দ্বিতীয় দিন ব্যাটিং শুরু করেন জাবিদ। এরপর প্রথম শ্রেণির ক্যারিয়ারে প্রথম সেঞ্চুরির পথেই এগোচ্ছিলেন এই কিপার-ব্যাটসম্যান। কিন্তু ৯০ রানে তাকে থামিয়ে দেন মেহেদী হাসান রানা। সপ্তম ব্যাটসম্যান হিসেবে জাবিদের বিদায়ের পর বেশিদূর এগোয়নি ঢাকা মেট্রোর ইনিংস। ২৮৭ রানেই গুটিয়ে গেছে তারা। জবাবে চট্টগ্রাম বিভাগ ৬ উইকেটে ১৮৭ রান সংগ্রহ করেছে।