দুই ম্যাচ নিষিদ্ধ স্টুয়াটর্ ল

প্রকাশ | ১৭ অক্টোবর ২০১৮, ০০:০০

ক্রীড়া ডেস্ক
ওয়েস্ট ইন্ডিজ দলের সঙ্গে আর খুব বেশি দিন থাকা হচ্ছে না স্টুয়াটর্ ল’র। ভারত ও বাংলাদেশ সফরের পরই বিদায় নেবেন এই কোচ। এর আগেই পেলেন দ্ইু ম্যাচের নিষেধাজ্ঞার শাস্তি। ভারতের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে অশোভন আচরণ করায় সিরিজের প্রথম দুই ওয়ানডেতে ক্যারিবীয়দের ড্রেসিং রুমেও থাকতে পারবেন না এই অস্ট্রেলিয়ান। সঙ্গে ম্যাচ ফির পুরোটাই জরিমানা গুনতে হয়েছে তাকে। নামের পাশে বসেছে তিনটি ডিমেরিট পয়েন্টও। গত বছরের মে মাসে পাকিস্তানের বিপক্ষে একই কাজ করে একটি ডিমেরিট পয়েন্ট পেয়েছিলেন ল। এবার পেলেন তিনটি। তাতে আইসিসির কোড অব কন্ডাক্টের ৭.৬ ধারা মোতাবেক দুটো সাসপেনশন পয়েন্ট পেয়েছেন ক্যারিবীয় কোচ। ক্রিকেটের বিশ্ব সংস্থার নিয়ম অনুযায়ী এতে একটি টেস্ট অথবা দুটো ওয়ানডেতে নিষিদ্ধ থাকবেন তিনি। ক্যারিবীয়রা যেহেতু সামনে ওয়ানডে খেলবে তাই ২১ অক্টোবর গৌহাটি এবং ২৪ অক্টোবর বিশাখাপত্তমে হতে যাওয়া ম্যাচ দুটোতে দলের সঙ্গে থাকতে পারবেন না ল। ঘটনাটা ঘটে হায়দরাবাদ টেস্টের শেষ দিনে। কায়রন পাওয়েলকে ¯িøপে ক্যাচ আউট দেয়া হয় থাডর্ আম্পায়ারের সিদ্ধান্তে। অনেকবার রিপ্লে দেখে আসে সেই সিদ্ধান্ত। বলা হয়Ñ ক্যাচ নেয়ার সময় ফিল্ডার রাহানের কয়েকটা আঙুল বলের নিচেই ছিল। যদিও রিপ্লে থেকে পরিষ্কার কোনো চিত্র পাওয়া যায়নি। এমন আউটের পর ক্ষুব্ধ হয়ে থাডর্ আম্পায়ারের রুমে গিয়ে অশালীন মন্তব্য করেন ল। এরপর চতুথর্ আম্পায়ারের রুমের কাছে গিয়ে খেলেয়াড়দের সামনে একই কাÐ ঘটান। ফলে তার বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ আনা হয়। পরে অভিযোগ স্বীকার করে নেন ল। ফলে আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি।