একদিন বিশ্বকাপ জিতবে বাংলাদেশ

প্রকাশ | ১৮ অক্টোবর ২০১৮, ০০:০০

ক্রীড়া প্রতিবেদক
২০১৯ বিশ্বকাপ সামনে রেখে বিশ্বভ্রমণের অংশ হিসেবে বুধবার বাংলাদেশে এসেছে বিশ্বকাপ ট্রফি। থাকবে শনিবার পযর্ন্ত। বুধবার স্বপ্নের ট্রফি সামনে রেখে আনুষ্ঠানিক ফটোসেশনে টাইগাররা Ñবিসিবি
সারিবদ্ধ হয়ে দঁাড়িয়ে গেলেন মুশফিক-ইমরুল-মিরাজ-লিটনরা। হাতছোয়া দূরত্বে রাখা বিশ্বকাপ ট্রফি। কেউ কেউ ধরে দেখলেন, হাত ছোয়ালেন। তবে ক্ষণিকের জন্য। ২০১৯ বিশ্বকাপকে সামনে রেখে বিশ্ব ভ্রমণের অংশ হিসেবে বুধবার বাংলাদেশে এসেছে ট্রফিটা, থাকবে শনিবার পযর্ন্ত। এরই মধ্যে স্বপ্নের ট্রফি সামনে রেখে আনুষ্ঠানিক ফটোসেশন টাইগার ক্রিকেটারদের। তাদের সপ্রভিত উপস্থিতি ফুটিয়ে তুলল একটা অব্যক্ত বাসনাÑ ট্রফিটা একদিন আমাদের হবে, আমরাও একদিন বিশ্বকাপ জিতব। বাংলাদেশের ক্রিকেট যেভাবে এগিয়ে যাচ্ছে, তাতে একজিন বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখাটাকে বাড়াবাড়ি বলবেন না কেউ। বিশ্বকাপে বাংলাদেশের প্রথম জয়ের নায়ক এবং বতর্মান জাতীয় দল নিবার্চক কমিটির প্রধান মিনহাজুল আবেদীন নান্নু অবশ্য খুলাখুলিভাবেই বাসনাটা ব্যক্ত করেছেন। তার বিশ্বাস, একদিন টাইগারদের বিশ্বজয়ের স্বপ্ন পুরণ হবেই। সেই দিনটাও খুব দূরে নয়। ট্রফি উন্মোচনের পর তিনি বলেছেন, ‘এই বিশ্বকাপ ট্রফি আশা করি আমাদের ঘরে আসবে। এখন আমরা যে প্রক্রিয়ায় এগিয়ে যাচ্ছি সামনের বিশ্বকাপে ভালো ফল হবে আশা করি।’ সকাল সাড়ে আটটা নাগাদ দুবাই থেকে ঢাকায় ট্রফি এসে পৌঁছানোর ঘন্টাখানেকের মধ্যে তোড়জোড় শুরু বিসিবিতে। ট্রফি আসছেÑ এই খবরে আগে থেকেই ক্রিকেট ভক্তদের মাঝে তৈরি হয়েছিল উন্মাদনা। এদিন সকাল থেকেই মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের পরিবেশ ছিল অন্যরকম। অন্য যেকোনো সময়ের চেয়ে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা, বাড়তি পুলিশ ও র‌্যাবসহ নিরাপত্তা বাহিনীর সদস্যদের সরব উপস্থিতি। কড়া নিরাপত্তার মধ্য দিয়েই সকাল ১০টায় বিসিবি কাযার্লয়ে এসে পৌঁছায় ট্রফিটি। একাডেমি ভবনের প্রবেশ পথে ‘আইসিসি ক্রিকেট ওয়াল্ডর্ কাপ ট্রফি ট্যুর’ নামে ছোট্ট একটি অস্থায়ী মঞ্চ সাজানো, বেলা ১১টা ১০ মিনিটের দিকে ট্রফিটি আনা হয় সেখানে। খানিক পর মঞ্চে এসে ট্রফি উন্মোচন করেন নান্নু। এরপর ইউনিসেফ বাংলাদেশের তত্ত¡াবধানে ফটো সেশনে অংশ নেয় সুবিধাবঞ্চিত শিশুরা। টাইগার ক্রিকেটারদের ফটোসেশনও হলো। সাধারণ দশর্করাও ট্রফি দশের্নর এই সুযোগ পাচ্ছেন। তাদের জন্য আজ ট্রফিটি রাখা হবে যমুনা ফিউচার পাকের্। সকাল ১১টায় ট্রফি নেয়া হবে সেখানে। শুক্রবার ট্রফি চলে যাবে সিলেটে, সেখান থেকে শনিবার চট্টগ্রামে। এরপর বাংলাদেশ থেকে ট্রফি যাবে নেপালে।