সুপার ক্লাসিকো ব্রাজিলের

প্রকাশ | ১৮ অক্টোবর ২০১৮, ০০:০০

ক্রীড়া ডেস্ক
প্রীতি ম্যাচে আজেির্ন্টনাকে হারানোর পর ট্রফি নিয়ে উচ্ছ¡াসে মেতেছেন নেইমার-জেসুসরা। মঙ্গলবার সৌদি আরবে অনুষ্ঠিত ম্যাচটিতে মিরান্ডার একমাত্র গোলে জয় পায় ব্রাজিল Ñওয়েবসাইট
এই ম্যাচে ব্রাজিলের জয় ধরেই রেখেছিল সবাই। সেই জয়ের ব্যবধানটা বড় হবেÑ এমন ধারণাও ছিল অনেকের। নেইমার-জেসুস-ফিরমিনোদের মতো তারকায় ঠঁাসা সেলেকাও শিবির। অন্যদিকে আলবিসেলেস্তেদের একাদশে প্রায় সবাই নতুন মুখ। ব্রাজিলের কাছে তারা উড়ে গেলেও তো অবাক হওয়ার কিছু ছিল না। মঙ্গলবার সৌদি আরবের কিং আব্দুল্লাহ স্পোটর্স সিটি গ্রাউন্ডে অনুষ্ঠিত দ্বৈরথটিতে ফেভারিট হিসেবে ব্রাজিলই জিতেছে, তবে ঘাম ঝরিয়ে। যোগ করা সময়ে নেইমারের কণার্র কিক থেকে হেডে ব্যবধান গড়ে দিয়েছেন মিরান্ডা। আগেই জানানো হয়েছিল, প্রীতি ম্যাচ হলেও ব্রাজিল-আজেির্ন্টনার দ্বৈরথ ফল দেখবে। অথার্ৎ নিধাির্রত সময় শেষে কোনো দল জয়সূচক গোলের দেখা না পেলে অতিরিক্ত সময়ে গড়াবে ম্যাচ। সেখানেও নিষ্পত্তি না হলে টাইব্রেকারে ভাগ্য নিধার্রণ। তবে ব্রাজিল চেয়েছিল নিধাির্রত সময়েই ম্যাচটা বের করে নিতে। রিয়াদের উত্তপ্ত আবহাওয়ায় কেই বা অতিরিক্ত সময় খেলতে চায়! শুরু থেকেই বল পজেশন, আক্রমণ সবকিছুতেই দাপট ছিল তাদের। লিওনেল স্কালোনির তরুণ আজের্ন্টাইনরা তাদের প্রতিহত করতেই বেশি ব্যস্ত ছিল। এরপরও ম্যাচে খুব বেশি সুযোগ তৈরি করতে পারেনি ব্রাজিল। আজেির্ন্টনার গোলমুখে মাত্র তিনটি শট নিতে পেরেছে দলটি। অপরদিকে ব্রাজিলের গোলমুখে মাত্র একবার শট নিতে পেরেছে আলবিসেলেস্তেরা। ২৮ মিনিটে ব্রাজিলকে এগিয়ে নেয়ার সুযোগ পেয়েছিলেন ডিফেন্ডার মিরান্ডা। কিন্তু খুব কাছে থেকেও লক্ষ্যভেদ করতে পারেননি তিনি। তার নেয়া শটটি আজের্ন্টাইন গোলরক্ষক সাজির্ও রোমেরোর গøাভসকে ফঁাকি দিয়ে জড়িয়ে যাচ্ছিল জালে। ঠিক সেই মুহূতের্ লাইনে দঁাড়ানো ডিফেন্ডার নিকোলাস ওটামেন্ডি হেড দিয়ে প্রতিহত করে দেন সেটি। এই মিরান্ডার কল্যাণেই অবশেষে গোলের মুখ দেখেছে ব্রাজিল। ইনজুরি টাইমে (৯০+৩) কণার্র কিক পায় সেলেকাওরা। ডান প্রান্ত থেকে কিক নিয়েছিলেন নেইমার। সেটি প্রতিহত করতে জায়গা ছেড়ে খানিকটা সামনে এগিয়ে আসেন রোমেরো। কিন্তু তিনি ফিস্ট করার আগেই বলে মাথা ছুঁইয়ে জালে জড়িয়ে দেন মিরান্ডা। এক গোলেই নিষ্পত্তি হয় ম্যাচের। ব্রাজিলের পারফরম্যান্স ঠিক মন ভরাতে পারেনি ভক্তদের। তবে তিতের কাছে দলের জয়টাই বড়। ম্যাচ শেষে ব্রাজিল কোচ জানিয়েছেন, যোগ্য দল হিসেবেই জিতেছেন তারা, ‘আজেির্ন্টনা সুযোগ তৈরি করেছে। জেতার চেষ্টা করেছে। কিন্তু ভালো পারফরম্যান্সের পুরষ্কার হিসেবে আমরা গোল করেছি। মিরান্ডার গোলটা যেকোনো সময় হতে পারত। তবে ওটা কিনা শেষে ধরা দিল।’ চিরশত্রæ আজেির্ন্টনার বিপক্ষে ব্রাজিলকে জেতাতে পেরে মিরান্ডাও দারুণ খুশি, ‘আমি খুবই আনন্দিত। প্রথমত, আমি আমার সতীথের্দর সহায়তা করতে পেরেছি। দ্বিতীয়ত, আজেির্ন্টার বিপক্ষে গোল করেছি। যা সবসময়ই আমার কাছে দারুণ কিছু।’ এদিকে, ব্রাজিলের বিপক্ষে হেরেও কোনো আক্ষেপ নেই স্কালোনির। শক্তিশালী দলের বিপক্ষ তরুণ শিষ্যদের পারফরম্যান্সকে ইতিবাচক হিসেবেই দেখছেন আজেির্ন্টনা কোচ, ‘আজ আমরা যা দেখালাম তাতে পুরো বিশ্বের মুখোমুখি হতে পারব আমরা। ছেলেদের নিবেদন ছিল অসাধারণ। নিজেদের চেয়ে শক্তিশালী একটি দলের সঙ্গে সমান তালে লড়াই করেছে তারা। আমি তাদের পারফরম্যান্সে খুবই খুশি।’