সংবাদ সংক্ষেপ

প্রকাশ | ১৮ অক্টোবর ২০১৮, ০০:০০

অনলাইন ডেস্ক
জিম্বাবুয়ে সিরিজে টেস্ট অধিনায়ক মাহমুদউল্লাহ ক্রীড়া প্রতিবেদক আঙুলের চোটে আগেই জিম্বাবুয়ে সিরিজ থেকে ছিটকে পড়েছেন সাকিব আল হাসান। যে কারণে বাংলাদেশ ক্রিকেট বোডর্ (বিসিবি) সফরকারীদের বিপক্ষে একজন টেস্ট অধিনায়ক খুঁজছিল। এর মধ্যে মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদকে বিবেচনায় রেখেছিল দেশের ক্রিকেটের সবোর্চ্চ সংস্থাটি। শেষ পযর্ন্ত বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বুধবার জানিয়ে দিলেন, আসন্ন সিরিজের টেস্ট অধিনায়ক মাহমুদউল্লাহ। বিসিবির ক্রিকেট পরিচালনা কমিটি অবশ্য মুশফিককেই দায়িত্ব দেয়ার সুপারিশ করেছিল। কিন্তু বিসিবি সভাপতি সেই সুপারিশ না শোনে টেস্ট অধিনায়ক হিসেবে বেছে নিয়েছেন মাহমুদউল্লাহকে। মুশফিক বাংলাদেশের টেস্ট ইতিহাসের সবচেয়ে সফল অধিনায়ক। ক্রিকেট পরিচালনা কমিটি তার নাম সুপারিশও করলো। এরপরও বিসিবি সভাপতি মাহমুদউল্লাহকে বেছে নিলেন কেন? সংশয়মিশ্রিত প্রশ্নের উত্তরটা দিয়েছেন নাজমুল হাসান পাপন নিজেই, ‘আমাদের হাতে দুটি পছন্দ ছিলÑ মুশফিক ও রিয়াদ। মুশফিক পছন্দ হিসেবে খারাপ নয়। তারা (ক্রিকেট পরিচালনা কমিটি) আমাকে মুশফিকের নামই প্রস্তাব করেছিল। কিন্তু আমি তাদের বলেছিÑ যদি মুশফিককে অধিনায়ক করা হয়, তাহলে তো তাকে অধিনায়ক হিসেবে রাখতে হবে। ধরুন, জিম্বাবুয়ের সিরিজে তাকে নেতৃত্ব দেয়া হলো, কিন্তু ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজেই সাকিব ফিরল, তখন কি হবে? আমি কি আবারও মুশফিককে নেতৃত্ব ছাড়তে বলব? সেরকমটা করলে তো তাকে অসম্মান করা হবে। আমি এটা চাই না।’ বিসিবি একাদশের নেতৃত্বে সৌম্য ক্রীড়া প্রতিবেদক বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজ মাঠে গড়াবে ২১ অক্টোবর। এর আগে শুক্রবার বিসিবি একাদশের বিপক্ষে একটি ৫০ ওভারের প্রস্তুতি ম্যাচ খেলবে সফরকারীরা। বিকেএসপিতে অনুষ্ঠেয় সেই ম্যাচের জন্য বুধবার সৌম্য সরকারকে অধিনায়ক করে দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোডর্ (বিসিবি)। বিসিবি একাদশের হয়ে ম্যাচটিতে যারা খেলবেন তাদের বেশিরভাগই এই মুহ‚তের্ জাতীয় দলের বাইরে। তবে প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পাওয়া ফজলে রাব্বি রয়েছেন এই দলে। আছেন ওয়ানডে দলেফেরা মোহাম্মদ সাইফউদ্দিন ও অলরাউন্ডার আরিফুল হক। আছেন দল থেকে বাদপড়া মোসাদ্দেক হোসেন। দল : সৌম্য সরকার (অধিনায়ক), মিজানুর রহমান, ফজলে মাহমুদ রাব্বি, মোসাদ্দেক হোসেন, জাকির হোসেন, আরিফুল হক, আফিফ হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, ইয়াসিন মিশু, এবাদত হোসেন, মোরশেদুল আক্তার ও নাঈম হাসান। এনসিএলে চার ম্যাচই ড্রয়ের পথে! ক্রীড়া প্রতিবেদক জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) তৃতীয় রাউন্ডের চারটি ম্যাচই এগোচ্ছে ড্রয়ের পথে। তৃতীয় দিন শেষে স্কোরকাডর্ বলছে, কোনো ম্যাচ জয়-পরাজয়ে নিষ্পত্তি হওয়ার সম্ভাবনা ক্ষীণ। অবশ্য চট্টগ্রাম বিভাগের বিপক্ষে কিছুটা সুবিধাজনক অবস্থায় আছে ঢাকা মেট্রো। আর বৃষ্টির কারণে প্রথম দুইদিন পন্ড হওয়া রাজশাহী-আর বরিশাল বিভাগের মধ্যকার প্রথম স্তরের ম্যাচটি তৃতীয় দিনে মাঠে গড়ানোর পর যথেষ্ট রোমাঞ্চ ছড়িয়েছে। এক দিনেই দুই দলের একটি করে ইনিংস প্রায় শেষ। বরিশালের আব্দুর রব সেরনিয়াবাত স্টেডিয়ামে ব্যাট হাতে নেমে রাজশাহীর বোলার ফরহাদ রেজা (৪/৩০), মুক্তার আলী আর তাইজুল ইসলামের বোলিং তোপে পড়ে মাত্র ১৩৩ রানেই গুটিয়ে যায় বরিশাল বিভাগ। দলের পক্ষে সবোর্চ্চ ৩৮ রানের ইনিংস খেলেন নুরুজ্জামান, ৩১ রান আসে আল আমিনের ব্যাট থেকে। এরপর ব্যাটিং করতে নেমে সুবিধা করে উঠতে পারেনি রাজশাহীও। ১২৫ রান তুলতেই তাদের ৯ ব্যাটসম্যানকে সাজঘরে ফেরত পাঠিয়েছেন সোহাগ গাজী-কামরুল ইসলাম রাব্বিরা। বল হাতে ২ উইকেট নেয়া মুক্তার ৩৫ রানে অপরাজিত রয়েছেন। ৩১ রান করেছেন সাব্বির রহমান। প্রথম স্তরের আরেক ম্যাচে রংপুর বিভাগের বিপক্ষে ১৭০ রানে এগিয়ে থেকে তৃতীয় দিন শেষ করেছে খুলনা বিভাগ। তাদের ৩০৪ রানের জবাবে নিজেদের প্রথম ইনিংসে ৩১৫ রানে থামে রংপুর। ৫ উইকেট নিয়েছেন সৌম্য সরকার। পরে ব্যাট হাতেও ৭১ রানের ইনিংস খেলেছেন। ৬৩ রানে অপরাজিত তুষার ইমরান। তাতে দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট খুইয়ে ১৮১ রান তুলেছে খুলনা। দ্বিতীয় স্তরের খেলায় চট্টগ্রাম বিভাগের বিপক্ষে সুবিধাজনক অবস্থায় আছে ঢাকা মেট্রো। ২৪২ রানের লিড নিয়েছে তারা। চট্টগ্রামের প্রথম ইনিংস ২৩৬ রানে থামিয়ে দিয়ে নিজেদের দ্বিতীয় ইনিংসে ৬ উইকেটে ১৯১ রান তুলেছে ঢাকা মেট্রো। দুদিন পÐ হওয়ার পর মাঠে গড়ানো দ্বিতীয় স্তরের আরেক ম্যাচে ঢাকা বিভাগের বিপক্ষে প্রথমে ব্যাট করতে নামা সিলেট বিভাগ ২ উইকেটে ২২৯ রান নিয়ে দিনের খেলা শেষ করেছে।