হেরে তিক্ত রেকডর্ জামাির্নর

প্রকাশ | ১৮ অক্টোবর ২০১৮, ০০:০০

ক্রীড়া ডেস্ক
গোলের পর আতোয়ান গ্রিজম্যান। অ্যাটলেটিকো মাদ্রিদ তারকার কল্যাণেই মঙ্গলবার নেশন্স লিগে জামাির্নর বিপক্ষে পিছিয়ে পড়েও জিতেছে ফ্রান্স Ñওয়েবসাইট
আরেকটি হতাশার রাত কাটল জামাির্নর। আরেকবার জোয়াকিম লো’র শিষ্যরা মাঠ ছাড়লেন অবনত মস্তকে। যার শুরুটা হয়েছিল গত বছরের নভেম্বরে। ইংল্যান্ডের সঙ্গে প্রীতি ম্যাচে গোলশূন্য ড্র করেছিল জামাির্ন। এরপর ১২ ম্যাচে মাত্র তিনটিতে জয়, ছয়টিতে হার। যার সবের্শষটি মঙ্গলবার উয়েফা নেশন্স লিগে ফ্রান্সের বিপক্ষে ২-১ ব্যবধানে। নিজেদের ইতিহাসে এ প্রথম এক বছরে ছয়টি হার দেখল তারা। আগের ম্যাচেই হল্যান্ডের মাটিতে ৩-০ গোলে বিধ্বস্ত হয়ে ফিরেছিল জামাির্ন। ভক্তদের আশা ছিল, ফ্রান্সের বিপক্ষে ভালো একটা পারফরম্যান্স দেখাবে লো বাহিনী। স্টাডে ডি ফ্রান্সে ১৪ মিনিটেই পেনাল্টি থেকে গোল করে জামাির্নকে এগিয়ে দেন টনি ক্রুস। মিনিট-দুয়েক বাদেই ব্যবধানটা বাড়িয়ে নেয়ার সুযোগ ছিল তাদের সামনে। কিন্তু ডিবক্সে সতীথর্ টিমো ভেনার্রকে ক্রসটা ঠিকভাবে দিতে পারেননি লেরয় সানে। সেটি ভেনাের্রর কাছে যাওয়ার আগেই ঠেকিয়ে দেন ফরাসি গোলরক্ষক হুগো লরিস। দ্বিতীয়াধের্ ট্যাকটিকসে পরিবতর্ন আনেন ফরাসি কোচ দিদিয়ের দেশম। ফলও এসেছে এতে। ৬২ মিনিটে ফ্রান্সকে সমতায় ফেরান গ্রিজম্যান। লুকাস হানাের্ন্দজের ক্রস থেকে দারুণ এক হেডে জামাির্নর জালে বল জড়ান অ্যাটলেটিকো মাদ্রিদ তারকা। তবে ৮২ মিনিটে ফ্রান্সকে জয়ের রাস্তা তৈরি করে দিয়েছেন ম্যাট হামেসল। নিজেদের ডি-বক্সে বেøইস মাতুইদিকে ফাউল করেন জামার্ন ডিফেন্ডার। রেফারি বাজান পেনাল্টির বঁাশি। স্পট কিক থেকে গোল করে স্বাগতিকদের জয় এনে দেন গ্রিজম্যান। এই জয়ে ‘এ’ লিগের ১ নম্বর গ্রæপ চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা আরও উজ্জ্বল করেছে ফ্রান্স। তিন ম্যাচে ৭ পয়েন্ট তাদের। দুই ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে দুই নম্বরে হল্যান্ড। তিন ম্যাচে মাত্র এক পয়েন্ট থাকায় অবনমনের ঝুঁকিতে জামাির্ন। ঝুঁকিতে রয়েছে লো’র চাকরিও। তবে ওসব নিয়ে কোনো মন্তব্য করেনি এই কোচ। ফ্রান্সের বিপক্ষে দলের পারফরম্যান্সকেই বড় করে দেখছেন তিনি, ‘আমি বলব না, আমি হতাশ। আজ আমরা বিশ্বচ্যাম্পিয়নদের সঙ্গে সমান তালে লড়াই করেছি। প্রথমাধের্ আমরা আরেকটি গোল পেতে পারতাম। তবে ফ্রান্সকে কৃতিত্ব দিতেই হবে।’ অপরদিকে, ফরাসি কোচ দিদিয়ের দেশম মনে করছেন, আত্মবিশ্বাসই তার দলকে জয় এনে দিয়েছে, ‘আজ রাতে আমরা একটা শক্তিশালী দলের বিপক্ষে জিতেছি। প্রথমাধের্ ওরা আমাদের চেয়ে বেশি সুযোগ তৈরি করেছিল। তবে আমরা আত্মবিশ্বাসী ছিলাম। দ্বিতীয়াধের্ আমি ট্যাকটিকসে পরিবতর্ন আনি। কিন্তু দলগত পারফরম্যান্সই আমাদের জয় এনে দিয়েছে।’