সেঞ্চুরি দিয়ে ১১ হাজারি ক্লাবে তুষার

প্রকাশ | ১৯ অক্টোবর ২০১৮, ০০:০০

অনলাইন ডেস্ক
তুষার ইমরান
ক্রীড়া প্রতিবেদক ওয়ালটন জাতীয় ক্রিকেট লিগে তৃতীয় রাউন্ডের চারটি খেলাই ড্রয়ের মুখ দেখেছে। সবগুলো ম্যাচে ফল শূন্য থাকলেও তুষার ইমরান, শাহরিয়ার নাফিস, সৌম্য সরকার, তাসকিন আহমেদ, সাজেদুল ইসলামসহ কয়েকজন ক্রিকেটারের ব্যক্তিগত নৈপুণ্য ফুটে উঠেছে। শেষ দিনে তুষার ইমরানের সঙ্গে সেঞ্চুরি করেছেন শাহরিয়ার নাফিসও। প্রথম শ্রেণিতে ৩১তম, বাংলাদেশিদের মধ্যে সবোর্চ্চ। প্রথম শ্রেণির এই ম্যাচে নামার আগে তার রান ছিল ১০,৯০৬। প্রথম ইনিংসে ১২ রানের পর দ্বিতীয় ইনিংসে আউট হন ১০৩ রানে। সেঞ্চুরি তোলার আগে ৯৪ রানে থাকার সময়ই অবশ্য প্রথম বাংলাদেশি হিসেবে প্রথম শ্রেণিতে ১১ হাজার রান হয়ে যায় তার। প্রথম শ্রেণির ক্রিকেটে গত মৌসুমেই ১০ হাজার রানের মাইলফলকে পৌঁছেছেন তুষার। রানের পাশাপাশি দেশের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে সবচেয়ে বেশি সেঞ্চুরিও তার। ক্যারিয়ার সেরা ইনিংস ২২০। চলতি মৌসুমের প্রথম রাউন্ডে রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে স্বাগতিক দলের বিপক্ষে তুষার ইমরান উভয় ইনিংসে উদযাপন করেছেন সেঞ্চুরি (১০৪ ও ১৫৯)। বয়স যেন বাধা মানছে না তুষার ইমরানের। ১১ বছর আগে থেমে গেছে তার আন্তজাির্তক ক্যারিয়ার। তাতেও দমছেন না তুষার ইমরান। নিবার্চকদের উপেক্ষায়ও টলছেন না তিনি। প্রথম স্তরের খেলায় খুলনা প্রথম ইনিংসে ৩০৪ রান সংগ্রহ করে। জবাবে রংপুর প্রথম ইনিংসে ৩১৫ রান করে। খুলনা বিভাগ দ্বিতীয় ইনিংসে ৩৩৪ রানে ইনিংস ঘোষণা করে। ফলে রংপুরের সামনে লক্ষ্য দঁাড়ায় ৩২৪ রানের। লক্ষ্য তাড়া করতে নেমে দ্বিতীয় ইনিংসে রংপুর ৯১ রানে ১ উইকেট হারায়। প্রথম ইনিংসে ৭৬ ও দ্বিতীয় ইনিংসে ৭১ রান করেন সৌম্য সরকার। বল হাতেও কৃতিত্ব দেখিয়েছেন। এক ইনিংসে ৫ উইকেট নিয়েছেন তিনি। অলরাউন্ড নৈপুণ্যের কারণে ম্যাচ সেরা নিবাির্চত হয়েছেন। এদিকে তুষারের সেঞ্চুরির দিনে জাতীয় দলের আরেক সাবেক তারকা শাহরিয়ার নাফীসও সেঞ্চুরি করেছেন। শাহরিয়ার নাফীস বরিশাল বিভাগের পক্ষে সেঞ্চুরি করেন। রাজশাহী বিভাগের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে এদিন ১০২ রানের ইনিংস খেলেন তিনি। জাতীয় লিগের এবারের আসরে এটিই নাফীসের প্রথম সেঞ্চুরি। প্রথম শ্রেণির ক্রিকেটে নাফীসের এটি ১৪তম সেঞ্চুরি। প্রথম স্তরের খেলাটি হয়েছে দুদিন। বরিশাল স্টেডিয়ামে বৃষ্টির কারণে বুধ ও বৃহস্পতিবার অনুষ্ঠিত খেলায় বরিশাল ১ম ইনিংসে ১৩৩ রান সংগ্রহ করে। জবাবে রাজশাহীর সংগ্রহ ১৫৫ রান। বরিশাল দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ২২৯ রানে ৭ উইকেট হারায়। বরিশালের পক্ষে দ্বিতীয় ইনিংসে শাহরিয়ার নাফিস সেঞ্চুরি (১০২) করলেও মুক্তার আলী ম্যাচসেরা নিবাির্চত হয়েছেন। এনসিএলের দ্বিতীয় স্তরের ম্যাচে ঢাকা মেট্রো প্রথম ইনিংসে ২৮৭ রান করেন। জবাবে চট্টগ্রাম ২৩৬ রানে অলআউট হয়ে যায়। ঢাকা মেট্রো দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ২৫৪ রানে ৭ উইকেট হারিয়ে ইনিংস ঘোষণা করে। জবাবে চট্টগ্রাম ৩ উইকেট হারিয়ে ১৫৯ রান সংগ্রহ করে। এদিকে দ্বিতীয় স্তরের ড্র হওয়া অপর ম্যাচে সিলেট প্রথম ইনিংস ৩৫৫ রানে ইনিংস ঘোষণা করে। বৃষ্টিবিঘিœত এ ম্যাচে ঢাকা বিভাগ ৫৫ রানে ৩ উইকেট হারালে ম্যাচ ড্রয়ের পথে যায়।