এএফসি অনূধ্বর্-১৯ নারী চ্যাম্পিয়নশিপ

দ্বিতীয়পবের্ চোখ বাংলাদেশের

প্রকাশ | ১৯ অক্টোবর ২০১৮, ০০:০০

ক্রীড়া প্রতিবেদক
এএফসি অনূধ্বর্-১৯ নারী চ্যাম্পিয়নশিপ বাছাইপবের্র গ্রæপ ‘ডি’এর খেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ২৪ অক্টোবর থেকে। যেখানে বাংলাদেশের প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়া, চাইনিজ তাইপে এবং স্বাগতিক তাজিকিস্তান। তাই শক্তিধর দলের বিপক্ষে বাংলাদেশকে নিতে হচ্ছে কঠিন চ্যালেঞ্জ। তবে প্রতিপক্ষ যেমনই হোক পরবতীর্ রাউন্ডেই চোখ রাখছে লাল-সবুজরা। আজ ভোর সোয়া ছয়টায় তাজিকিস্তানের দোসানবের উদ্দ্যেশে ঢাকা ছেড়েছে বাংলাদেশ দল। ২০১৯ সালে হবে দ্বিতীয় রাউন্ড। তবে ভেন্যু এখনো ঠিক হয়নি। বাছাই পবের্র ৬ গ্রæপের চ্যাম্পিয়ন এবং সেরা দুই রানাসর্আপ খেলবে দ্বিতীয় রাউন্ডে। বাংলাদেশ দলকে প্রথম ম্যাচেই মোকাবিলা করতে হচ্ছে সব থেকে শক্তিধর দল দক্ষিণ কোরিয়ার। কোচ ছোটন বলেন,‘ভুটানে সাফ শেষ করেই ১০ তারিখ থেকে এই আসরের জন্য প্রস্তুতি শুরু করেছি। ভুটানে অঁাখির চোখে এবং শিউলির মাসলে ইনজুরি হয়েছিল। আশার কথা হলো গতকাল (বুধবার) দুই শেষণ খুব ভালোভাবে শেষ করেছি। আল্লাহর রহমতে দলের সবাই এখন সুস্থ আছে।’ ‘প্রতিপক্ষ অনেক কঠিন এ কথা সত্য। তবে মৌসুমিরা যদি মনে করে ‘পারবো’ তবে অনেক কিছুই সম্ভব বলে আমি মনে করি। ভুটানে মেয়েরা দৃষ্টিনন্দন ফুটবল উপহার দিয়েছে। এই আসরেও তারা সেই ধারা অব্যাহত রাখবে বলে আমার বিশ্বাস।’ যোগ করেন ছোটন। অনূধ্বর্-১৯ বাছাইয়ে মেয়েদের অনুপ্রেরণা সদ্য অনূধ্বর্ ১৮ সাফে চ্যাম্পিয়ন হওয়া। সাফের মতোই অনূধ্বর্- ১৯ বাছাইয়েও অধিনায়কের গুরুদায়িত্ব মিশরাত জাহান মৌসুমীর কাঁধে। আসন্ন টুনাের্মন্ট নিয়ে মৌসুমী নিজেদের প্রস্তুতির কথা জানাতে গিয়ে বলেছেন, ‘অধিনায়ক হিসেবে আমি বলতে পারি আমাদের অনুশীলন মোটামুটি সম্পূণর্ হয়েছে। প্রথমেই যাদের সঙ্গে ম্যাচ তারা বিশ্বচ্যাম্পিয়ন। বাছাইপবের্ আমাদের প্রতিপক্ষ তিনটি দলই কঠিন। কিছুই করার নেই। আমরা অবশ্যই চাইবো অনূধ্বর্-১৯ বাছাইপবের্ কোয়ালিফাই করতে। প্রথম ম্যাচে কোরিয়ার বিপক্ষে নিজেদের সবোর্চ্চটা দিয়ে খেলব। আর বাকি দুই ম্যাচে অবশ্যই জয় নিয়ে মাঠ ছাড়ার প্রত্যাশা আমাদের।’ সহ-অধিনায়ক মারিয়া মান্দা বলেছেন, ‘অনূধ্বর্-১৮ সাফ চ্যাম্পিয়ন হওয়ার পর একদিন বিশ্রাম নিয়েই আমরা বাছাইপবের্র প্রস্তুতি শুরু করে দিয়েছিলাম। সেখানে তিনটি দলই আমাদের কঠিন প্রতিপক্ষ। আমরা সেভাবেই প্রস্তুতি নিয়েছি। এবং সেখানে তাদের বিপক্ষে যেভাবে খেলা দরকার সেভাবেই খেলব।’ ছোটন জানান সাফ অনূধ্বর্-১৮ শিরোপাটা হবে মেয়েদের বড় অনুপ্রেরণা। এ প্রসঙ্গে দেশের অন্যতম সফল এই কোচ বলেছেন, ‘মেয়েরা প্রত্যেকটা টুনাের্মন্টই নিজেদের সবোর্চ্চটা দিয়ে চেষ্টা করে। ভুটানের ম্যাচগুলো মেয়েদের বাড়তি অনুপ্রেরণা যোগাবে।’ সাফ অনূধ্বর্-১৮ দলটির সঙ্গে এই দলটির তেমন কোন পাথর্ক্য নেই। এএসসি নিবার্চনী পরীক্ষার জন্য দলের সঙ্গে থাকতে পারেননি সাজেদা। তার স্থানে ইনজুরি থেকে ফিরে দলের সঙ্গে যোগ হয়েছেন নাগির্স। দোষানবেতে ম্যাচ হবে টাফের্। আর তাপমাত্রা প্রায় ভুটানের কাছাকাছি। বাংলাদেশের ম্যাচগুলো দিনের আলোতেই হবে। তাই এগুলো বাড়তি সুবিধা হবে লাল-সবুজদের জন্য। বাংলাদেশ দল নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামবে আগামী ২৪ অক্টোবর দক্ষিণ কোরিয়ার বিপক্ষে বাংলাদেশ সময় দুপুর তিনটায়। মেয়েদের দলের সঙ্গে নতুন পৃষ্ঠপোষক হিসেবে বাফুফে পরিচয় করিয়ে দিয়েছে ঢাকা ব্যাঙ্ক লিমিটেডকে। কিছুদিনের মধ্যেই বাফুফে এবং ঢাকা ব্যাংক এর সঙ্গে চুক্তির আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে।